সোমবার নগর দায়রা এ নিয়ে শুনানি ছিল। তদন্তকারী সংস্থা ইডি তাঁদের জেল হেফাজতের মেয়াদের বিষয়ে সরাসরি কোনও আবেদন না-করলেও পরবর্তী শুনানির জন্য আদালতের কাছে একটু বেশি সময়ের আর্জি জানায়। আদালত সাড়া দিয়ে ১৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। অর্থাৎ, এই সময়টা আপাতত জেলেই কাটাতে হবে শতরূপা এবং সৌভিককে।
দিনকয়েক আগেই সৌভিক এবং শতরূপা ব্যাঙ্কশাল আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেখানে জামিনের আবেদনও করেছেন। সেই মামলার এখনও শুনানি হয়নি। নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের স্ত্রী এবং পুত্রের বিরুদ্ধে ইডি অভিযোগ করেছিল, তাঁরা এই দুর্নীতির বহু গুরুত্বপূর্ণ তথ্য জানেন। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মানিকের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, সে বিষয়ে এঁরা দু’জনেই অনেক কিছু জানেন বলেও দাবি ইডির।