Manik Bhattacharya Son And Wife : মানিকের স্ত্রী,পুত্র জামিন চাইলেন না – manik bhattacharya son and wife did not want bail


এই সময়: জেল হেফাজতে ১৪ দিন কাটিয়ে ফেলার পরেও জামিন চাইলেন না মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলে। নিয়োগ দুর্নীতি মামলায় গত ২২ ফেব্রুয়ারি ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিকের স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিককে গ্রেপ্তারের আবেদন করে ইডি। আদালত তাতে সাড়া দেয়। কিন্তু ১৪ দিন পর জেল হেফাজত শেষে শতরূপা এবং সৌভিক কেউই জামিনের আবেদন করলেন না।

Anubrata Mondal : ‘ফিসচুলা ফেটে গিয়েছে, খুব ব্যথা’, বিচারককে শারীরিক অবস্থার কথা জানালেন অনুব্রত
সোমবার নগর দায়রা এ নিয়ে শুনানি ছিল। তদন্তকারী সংস্থা ইডি তাঁদের জেল হেফাজতের মেয়াদের বিষয়ে সরাসরি কোনও আবেদন না-করলেও পরবর্তী শুনানির জন্য আদালতের কাছে একটু বেশি সময়ের আর্জি জানায়। আদালত সাড়া দিয়ে ১৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। অর্থাৎ, এই সময়টা আপাতত জেলেই কাটাতে হবে শতরূপা এবং সৌভিককে।

Anubrata Mondal Latest News : কেষ্টকে কেন দিল্লিতে আনা হচ্ছে না: কোর্ট
দিনকয়েক আগেই সৌভিক এবং শতরূপা ব্যাঙ্কশাল আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেখানে জামিনের আবেদনও করেছেন। সেই মামলার এখনও শুনানি হয়নি। নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের স্ত্রী এবং পুত্রের বিরুদ্ধে ইডি অভিযোগ করেছিল, তাঁরা এই দুর্নীতির বহু গুরুত্বপূর্ণ তথ্য জানেন। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মানিকের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, সে বিষয়ে এঁরা দু’জনেই অনেক কিছু জানেন বলেও দাবি ইডির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *