Sujata Mondal News: ‘আমি বড্ড রঙিন’, হবু বরের সঙ্গে দোল খেলছেন সুজাতা! সৌমিত্র কোথায়? – sujata mondal saumitra khan shares their dol purnima plan


কিছুদিন আগেই তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল জানিয়েছিলেন, তিনি ‘মনের মানুষ’ খুঁজে পেয়েছেন। এই প্রথমবার তাঁর সঙ্গে দোল উৎসব পালন করতে চলেছেন। এই বছর পরিবারের পাশাপাশি দোল উৎসবের আনন্দ তাঁর সঙ্গেও ভাগ করে নেবেন বলে জানিয়েছেন সুজাতা। দুই বছর আগের কথা… সৌমিত্র খাঁর সঙ্গে দোলের সুখ স্মৃতি এই সময় ডিজিটালের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সুজাতা মণ্ডল। ২০১৮ সালে সৌমিত্রর সঙ্গে দোল খেলার মুহূর্তগুলো তাঁর কাছে অত্যন্ত দামি, জানিয়েছিলেন তিনি।

‘বাথরুমজুড়ে আবির,আর ওর চোখ দুটো’, দোল সন্ধ্যায় স্মৃতিমেদুর সুজাতা
সুজাতা অতীতে বলেছিলেন, “২০১৮ সালে আমরা দোল খেলেছিলাম বিষ্ণুপুরে। গোটা বাথরুম আবিরে রেঙেছিল। মনে হচ্ছিল এর অন্য ডিজাইন তৈরি হয়ে গিয়েছে।” কিন্তু, এই দু’বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সৌমিত্র-সুজাতার বিবাহ বিচ্ছেদ মামলা প্রায় শেষের পথে। এখনও আইনিভাবে বিচ্ছেদের স্বীকৃতি পাননি তিনি।

তবে জীবনে যে নতুন কেউ এসেছে, তা অকপটে স্বীকার করেছেন সুজাতা। কিছুদিন আগেই তিনি প্রি ওয়েডিং ফটোশ্যুট সেরেছেন। সেই সম্পর্কিত একটি ভিডিয়ো তিনি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। দোলে ঠিক কী পরিকল্পনা রয়েছে সুজাতা মণ্ডলের?

Sujata Mondal : ‘ও এখন সেলিব্রিটি’, দ্বিতীয় বিয়ে-হবু স্বামীকে নিয়ে মুখ খুললেন সুজাতা মণ্ডল
তিনি বলেন, “জীবনে বসন্ত থাকলে দোল খেলার লোকের অভাব হয় না। আমার দোল কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। আমি শুধু দোলে রঙিন হওয়ার কথা ভাবি না। আমি জীবনে রঙিন হওয়ার কথা ভাবি। আমি রঙিন মানুষ। জীবন কখনও বেরঙিন হতে দিই না।” তবে হবু স্বামীর বিষয়ে এখনই তিনি মুখ খুলতে নারাজ। সুজাতা বলেন, “শীঘ্রই ওকে সকলের সামনে নিয়ে আসব। এখনই কিছু বলব না।” সৌমিত্র তাঁর জীবনের অতীতের এক অধ্যায় মাত্র, জানান তিনি।

এদিকে সৌমিত্র খাঁ জানান, তিনি পুরো দোল কাটাবেন বিষ্ণুপুরবাসীর সঙ্গে। সকাল সাতটা থেকে তিনি বিষ্ণুপুরেই দোল খেলায় অংশ নিয়েছিলেন। দিনের বাকিটা সময়ও তিনি নিজের কেন্দ্রের মানুষদের সঙ্গেই কাটাতে চান বলে জানান।

Soumitra-Sujata Controversy : ‘খাদে ঢুকে যাবি…’, ফেসবুকে ফের বিস্ফোরক সুজাতা
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুজাতা মণ্ডল। এরপরেই সৌমিত্র খাঁর সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরে। সৌমিত্র খাঁ ক্যামেরার সামনেই ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমার বাড়ির লক্ষ্মীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে।” সুজাতাকে ডিভোর্স দেওয়ার কথাও বলেছিলেন তিনি। প্রথমে সৌমিত্রর সঙ্গে বিচ্ছেদে রাজি না হলেও পরে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন এই তৃণমূল নেত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *