দেবারতি ঘোষ ও নান্টু হাজরা: কলকাতায় ফের বিপুল টাকা উদ্ধার। নিউটাউনে বেশ কয়েকটি ভুয়ো কল সেন্টারে তল্লাশির সময় উদ্ধার হল ৩ কোটি ৮২ লাখ টাকা। ওই ঘটনায় এখনওপর্যন্ত ৬ জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিস।
আরও পড়ুন-পঞ্চায়েত নির্বাচনে কারা পাবেন টিকিট, পর্যালোচনা শুরু তৃণমূলে
পুলিস তরফে বলা হয়েছে, সম্প্রতি ৪টি গাড়ি আটক করা হয়েছিল। ওইসব গাড়িতে থাকা লোকজনকে জেরা করে বেশকিছু লিঙ্ক বের হয়ে আসে। সেইসব লিঙ্ক থেকে বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিস। অভিযুক্তকে জেরা করে জানা গিয়েছে তারা ৮-১০টি কল সেন্টার চালাত। ওইসব কল সেন্টার থেকে প্রায় চারশো কমপিউটার উদ্ধার হয়েছে। কলসেন্টারে বসে মানুষকে বোকা বানিয়ে টাকা নেওয়া হতো। বিভিন্ন কল সেন্টারে হানা দিয়ে উদ্ধার হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। আশা করছি এরকম আরও কয়েকটি ভুয়ো কলসেন্টার বন্ধ করতে পারব।
বেশকিছুদিন ধরে নিউটাউনের একটি এটিএম-এ ৪ জনকে ঢুকতে ও বের হতে দেখা যেত। তাদের পুলিস আটক করে। ওই চার জনের মধ্যে ২ জন দিল্লি ও ২ জন গুজরাটের বাসিন্দা। এরা হল মফিজ মিনিয়ার, ইয়াসের খান, মণীশ যাদব ও কমল শর্মা। এদের জিজ্ঞাসাবাদ করে লিলুয়ার বাসিন্দা সৌরব সোনি ও সৌরভ সোনির নামে ২ যুবকের সন্ধান পায় পুলিস। গতকাল তাদের গ্রেফতার করে পুলিস। ওইদিনই তারা আদালত থেকে জামিন পেয়ে যান। ওই দুজনকে হেফাজতে পেলে তদন্তের আরও অগ্রগতি হতো বলে বলছে পুলিস। বিধাননগর পুলিসের দাবি, ইতিমধ্যেই মোট ৬০টি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে। ওইসব ফ্ল্যাটে রেড করে প্রায় চার কোটি টাকা, ১০টি দামী ঘড়ি, ২টি গাড়ি, টাকা গোনার মেশিন উদ্ধার করা হয়েছে।