সুপার কাপে আলাদা গ্রুপে এটিকে মোহনবাগান-ইস্টবেঙ্গল, মেগা ফাইনাল ২৫ এপ্রিল। AIFF announce 2023 Hero Super Cup fixtures as ATK Mohun Bagan and East Bengal FC are another group


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন সুপার কাপে (Super Cup 2023) কলকাতার দুই প্রধান দুই আলাদা গ্রুপে থাকছে। অর্থাৎ লিগ পর্বে কলকাতা ডার্বি (Kolkata Derby) দেখার সুযোগ পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা। ৮ এপ্রিল থেকে সুপার লিগের গ্রুপ পর্ব শুরু হবে। এর ‘বি’ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bnegal FC) ও ‘সি’ গ্রুপে রয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। লাল-হলুদের প্রথম ম্যাচ ৯ এপ্রিল এবং সবুজ-মেরুনের প্রথম ম্যাচ পরের দিন অর্থাৎ ১০ এপ্রিল। 

ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি এবং বাছাই পর্ব থেকে উঠে আসা আই লিগের একটি দল। এটিকে মোহনবাগানের গ্রুপে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর এফসি এবং বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দল। এ ছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি, আই লিগজয়ী রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি ও বাছাই পর্বে সফল হওয়া একটি দল। ‘ডি’ গ্রুপে আইএসএলে লিগ-শিল্ডজয়ী মুম্বই সিটি এফসি-র সঙ্গে রয়েছে চেন্নাইন এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি ও বাছাই পর্বে সফল একটি দল। 

আরও পড়ুন: ISL 2022-23, ATKMB vs HFC: হায়দরাবাদের বিরুদ্ধে গত মরসুমের সেমিফাইনালের মতো ভুল আর করতে রাজি নন সবুজ-মেরুন

আরও পড়ুন: Pele: স্বীকৃতি না দেওয়া কন্যাকে সম্পত্তি দিয়ে গেলেন পেলে

আই লিগের টেবলে দুই থেকে দশে থাকা দলগুলি বাছাই পর্বে অংশ নেবে। এই পর্বের চার সফল দল চারটি গ্রুপে অংশ নেবে। চারটি গ্রুপের সেরা দলগুলি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ফেডারেশন যে সূচী প্রকাশ করেছে, তাতে ইস্টবেঙ্গলের ম্যাচগুলি হবে মাঞ্জেরির পায়ানাড স্টেডিয়ামে। তাদের প্রথম ম্যাচ ওড়িশা এফসি-র বিরুদ্ধে, ৯ এপ্রিল, হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে, ১৩ এপ্রিল ও বাছাই পর্বে সফল দলের বিরুদ্ধে, ১৭ এপ্রিল। ওই দিনই হায়দরাবাদ এফসি ও ওড়িশা এফসি মুখোমুখি হবে।

এটিকে মোহনবাগানের ম্যাচগুলি হবে কোঝিকোডের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে। ১০ এপ্রিল তারা অভিযান শুরু করবে আই লিগ থেকে আসা দলের বিরুদ্ধে। তাদের দ্বিতীয় ম্যাচ জামশেদপুর এফসি-র বিরুদ্ধে, ১৪ এপ্রিল এবং গ্রুপের শেষ ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে, ১৮ এপ্রিল। সেমিফাইনালের দু’টি ম্যাচ হবে ২১ ও ২২ এপ্রিল এবং ফাইনাল ২৫ তারিখে। চার বছর আগে শেষবার সুপার কাপ হয়েছিল,সেবার চ্যাম্পিয়ন হয় এফসি গোয়া।    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *