Anumadhab by Rudranil Ghosh : ‘সুবিধা ভোগের পর বিবেক সাজতে হয়’, কেষ্টকে নিয়ে প্যারোডি যুদ্ধে ঘোষ বনাম ঘোষ – kunal ghosh gives replies to rudranil ghosh in a political parody


‘অনুমাধব…’, ফের একবার প্যারোডি নিয়ে হাজির হয়েছিল BJP নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার দিনেই ফেসবুকে এই প্যারোডি পোস্ট করেছেন তিনি। এবার তাঁর পালটা প্যারোডিতেই তোপ দাগলেন কুণাল ঘোষও।

অতীতে রুদ্রনীল ঘোষের রাজনৈতিক প্যারোডি ‘অনুমাধব’ অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। তা নিয়ে তুমুল রাজনৈতিক তরজাও শুরু হয়। ‘অনুমাধব’ পর্ব ১-কে তোপ দেগে পালটা একটি প্যারোডি তৈরি করেছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার ‘অনুমাধব’ পর্ব ৩-কে তোপ দেগে সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

Rudranil Parody On Anubrata : ‘…কয়লা-গোরু করবে তোমায় মিস’, রাজ্য ছাড়তেই কেষ্টকে প্যারোডি-খোঁচা রুদ্রনীলের
তিনিও প্যারোডির মাধ্যমেই ক্ষোভ উগরে দিয়েছেন রুদ্রনীলের বিরুদ্ধে। দল বদল থেকে শুরু করে একাধিক ইস্যুতে অভিনেতাকে তোপ দাগেন তিনি। কুণাল বলেন, “শিল্প ভালো, শিল্পী ভালো হয়, ভালো অভিনয়। সব সুবিধা ভোগের পর বিবেক সাজতে হয়। যতদিন চেয়ার বেতন, ততদিন সুরে তাঁরা। ধান্দা করে আজ BJP দল বদলু যাঁরা। দেখতে শুনতে মজাই লাগে, হাসিও পেয়ে যায়। এতদিনেও বুঝল না এরা এই বাংলার রায়।”

তাঁর প্রতিটি শব্দের পরতে পরতে ছিল কটাক্ষ। ‘অনুমাধব রিটার্নস’-এ সাদা পাঞ্জাবিতে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষকে। দুই গালে আবির।


Anubrata Mondal : কখনও মনমরা, কখনও আঙুল উঁচিয়ে চেনা ছন্দে! দোল পূর্ণিমায় কী আছে কেষ্টর কপালে?
কটাক্ষের সুরে প্যারোডি করে এই অভিনেতা বলেন, “অনুমাধব অনুমাধব চললে মামার বাড়ি। দোলের দিনে খেললে না রং তোমার সঙ্গে আড়ি। তোমার পাপের সঙ্গী যাঁরা বিদায় বেলায় এসে, মন খারাপের পিচকিরিতে রং ভরেছে ঠেসে। গুড় বাতাসায় পিপড়ে এখন নকুল দানায় মাছি। মুখ ফুটে আর কেউ বলছে না তোমার পাশে আছি।”

অর্থাৎ দলের কেউ অনুব্রত মণ্ডলের পাশে আছে তা প্রকাশ্যে স্বীকার করছে না, এই বিষয়টিও তুলে ধরেছেন রুদ্রনীল। পালটা তাঁকে ‘ধান্দাবাজ’ বলেও কটাক্ষ করেছেন কুণাল।

Anubrata Mondal Latest Update: জন্মাষ্টমীতে গ্রেফতার, দোলে দিল্লি যাত্রা অনুব্রতর
উল্লেখ্য, অতীতে রুদ্রনীলের ‘অনুমাধব’ সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। কালো ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে তাঁর প্যারোডি পাঠ এবং ছত্রে ছত্রে রাজনৈতিক আক্রমণ, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ, তাঁর বাক্যবাণ প্যারোডির মাধ্যমে উপস্থাপিত করছিলেন তিনি।

দোলের দিনই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানে সেখানে ১০ মার্চ পর্যন্ত তাঁকে ED- হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এরই মধ্যে প্যারোডিকে হাতিয়ার করে বাক্যযুদ্ধে জড়ালেন কুণাল এবং রুদ্রনীল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *