Birbhum BJP : কেষ্ট-হীন বীরভূমে আরও এক কদম, বগটুইয়ে শহীদ দিবস পালন করতে চলেছে BJP – bjp going to organise shahid diwas at bogtui village in 21 march


West Bengal News : সামনেই কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। আর এদিকে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) অনুব্রতহীন। সেই দিকে তাকিয়ে জেলায় জাঁকিয়ে বসতে চাইছে BJP। আগামী ২১ মার্চ বগটুইয়ে BJP পালন করতে চলেছে শহীদ দিবস। আর তার প্রস্তুতিই তুঙ্গে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে বীরভূমের একটি জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) ২১ মার্চ বগটুইয়ে আসার কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করার কথাও বলেছিলেন তিনি।

Suvendu Adhikari: বামেরা নন্দীগ্রামে কৃষক মেরেছে আর বগটুইয়ে পুড়িয়ে মেরেছে মমতা: শুভেন্দু
উল্লেখ্য, ২০২২ সালের ২১ মার্চ রাতে বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। অভিযোগ, ঘটনার ঠিক কুড়ি মিনিট পরেই ভাদু শেখের অনুগামীরা বগটুই গ্রামের ভাদু বিরোধীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঠিক তার পরের দিন পূর্ব পাড়ার বাসিন্দা সোনা শেখের বাড়ি থেকে সাতটি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী। পরবর্তীকালে হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের।

এই ঘটনার পরেই এলাকায় আসেন ফিরহাদ হাকিম ও স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বজন হারা পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেন তিনি । স্বজনহারাদের দেন চাকরিও। এই ঘটনার পরই, ২০২২ সালের ২৭ ডিসেম্বর নলহাটিতে BJP-র জনসভায় শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) হাত ধরে BJP-তে যোগদান করেন বগটুই কাণ্ডে মৃত নাজিমা বিবির স্বামী ফটিক শেখ।

Bankura TMC : ‘শুভেন্দু-নওশাদ-কৌস্তভদের হাতির বিষ্ঠা লাগিয়ে দেওয়া হবে…’, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক
সূত্রের খবর, এরপর থেকেই বগটুই গ্রামে বেড়েছে BJP-র প্রভাব। রাজনৈতিক মহলের একাংশের দাবী, সেই প্রভাবকে আরও বাড়াতেই বগটুই গ্রামে মৃতদের উদ্দেশ্যে শহীদ বেদী তৈরি করছে BJP। পাশাপাশি ২১ মার্চ দিনটি শহীদ দিবস পালন করারও কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এই শহীদ দিবস পালনের আগেই বগটুই গ্রামে চলছে শহীদ দিবসের প্রস্তুতি।

এই প্রসঙ্গে BJP-র বীরভূম জেলা সহ-সভাপতি বাবন দাস বলেন, “বগটুই-এর মানুষের জন্যই ওখানে শহীদ বেদি হচ্ছে। তাদের আন্তরিকতা তাদের পরিশ্রম এবং তাদের সদিচ্ছার জন্যই ওখানে শহীদ বেদি করার উদ্যোগ নিয়েছে BJP। এবং তাদেরকে এতদিন অন্ধকারে রাখা হয়েছিল কারণ মুখ্যমন্ত্রী তাদেরকে যেটা দিয়েছিলেন তা কেন্দ্রীয় সরকারের ফান্ড থেকে। যেটা পরে প্রকাশ্যে আসে। তাই বগটুই-এর মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ BJP-র। এবং আগামী ২১ মার্চ এই শহীদ বেদীটির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী।”

এর প্রত্যুত্তরে তৃণমূলের কোর কমিটির সদস্য ও বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, “BJP যত যাই করুক শুধু বীরভূম নয় সারা বাংলার মানুষ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভরসা করে, অন্য কাউকে নয়।”

Sukanta Majumdar : ‘…চেয়ারটা ছেড়ে দিন, আমরা DA মিটিয়ে দেব’, মুখ্যমন্ত্রীকে তোপ সুকান্তর
এই বিষয়ে গ্রামের বাসিন্দা মিহিলাল শেখ বলেন, “শুভেন্দু অধিকারীর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাব। রাজ্যের অন্য কোনও রাজনৈতিক দল এই উদ্যোগ নেয়নি। শুভেন্দু অধিকারী নিয়েছেন তাই তাকে আমরা স্বাগত জানাব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *