Birbhum BJP : চড়াম চড়াম বেজে ফাটল ঢাক! অনুব্রত দিল্লী যেতেই আনন্দে আত্মহারা বীরভূম BJP – birbhum bjp workers celebrated anubrata mondal delhi journey with drum


West Bengal News : বেশ কয়েকমাস নাটক, টালবাহানার পর অনুব্রতকে (Anubrata Mondal) নিয়ে ED দিল্লী যাওয়ায় ঢাক ঢোল বাজিয়ে উল্লাস প্রকাশ করল বীরভূম জেলা BJP। খুশিতে ডগমগ হয়ে বীরভূম জেলা BJP-র সভাপতি ধ্রুব সাহা নকুলদানা ও গুড় বাতাসা বিলি করলেন। তারপর বাজালেন ঢাক।

দোলের দিনই অনুব্রতকে নিয়ে দিল্লী পাড়ি দিয়েছে ED। তারপরই গুড় বাতাসা নকুলদানা ঢাক ঢোল নিয়ে আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে জেলার BJP নেতা কর্মী ও সমর্থকরা। এই উপলক্ষ্যে সিউড়িতে BJP-র জেলা সভাপতি ধ্রুব সাহা সহ BJP-র অন্যান্য নেতা ও কর্মীরা বুধবার বিকেলে মাতলেন গেরুয়া আবির খেলায়।

Anupam Hazra On Anubrata Mondal : ‘কারও পেছনে ED লাগলে তার কালের পরিবর্তন হয়…’, অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে খোঁচা অনুপমের
ঢাক ঢোল বাজিয়ে মিছিলের আয়োজন তো ছিলই, সঙ্গে সাধারণ মানুষকে গুড় বাতাসা ও নকুলদানা বিতরণ করেন BJP-র জেলা সভাপতি। মিছিল শেষে সিউড়ীর বেণীমাধব স্কুলের সামনে ঢাক বাজান ধ্রুব সাহা। বাজাতে বাজাতে সেই ঢাক ফাটিয়েও ফেলেন।

স্লোগান শোনা যায় ‘অনুব্রতর ঢাক ফেটে গেল’। সেই সঙ্গে ধ্রুব সাহা অনুব্রতর প্রতি তোপ দেগে তিনি বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে। তাই অনুব্রতের আজ এই অবস্থা। চড়াম চড়াম ঢাক আর বীরভূমে বাজবে না, আমরাই শেষ বার বাজিয়ে দিলাম, কেষ্টর ঢাক ফাটিয়েই দিলাম। গুড়, বাতাসা খেতে খেতে সেই বাজনা শুনছেন সকলে। আজ বীরভূমে একটাই সুর, আহা কী আনন্দ আকাশে, বাতাসে! বীরভূমের মানুষ গণতন্ত্র ফিরে পাবেন।

Anubrata Mondal : কখনও মনমরা, কখনও আঙুল উঁচিয়ে চেনা ছন্দে! দোল পূর্ণিমায় কী আছে কেষ্টর কপালে?
রাস্তায় আর উন্নয়ন দাঁড়িয়ে থাকবে না। কোথাও আর ভোট লুট হবে না। যাঁরা গুন্ডামি করতে চাইবেন তাঁরা কেষ্ট মণ্ডলের অবস্থা দেখুন। আজকের আবির খেলা হল, রং দে তু মোহে গেরুয়া। গেরুয়া রং আমাদের সবার মনে রয়েছে। সেই গেরুয়া রংই বীরভূমের আকাশে, বাতাসে ভাসছে।”

তিনি আরও বলেন, “শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কেষ্ট মণ্ডলকে তিহার জেলে যেতেই হল। এটা সমস্ত বীরভূমের মানুষের জয়।” তাঁর হুঁশিয়ারি, আগামী দিনে আরও নেতা, মন্ত্রীর ঠাঁই হবে জেলে।

Anubrata Mondal News: কেষ্ট যাচ্ছে দিল্লি, চড়াম চড়াম ঢাক বাজিয়ে নকুলদানা-বাতাসা বিলি বিজেপির
নকুলদানার বিষয়ে বলতে গিয়ে ধ্রুব সাহা বলেন, “আমরা যে নকুলদানা বিলি করছি, তা শান্তির নকুলদানা। এই নকুলদানা মানুষ শান্তিতে খেটে পারবেন। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নামছেন এবার। আমরা মানুষের পাশে আছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *