Bomb Recovery : উৎসবের মাঝেই আতঙ্ক বামনহাটে, সাত সকালে চাষের জমি থেকে উদ্ধার বোমা – cooch behar bomb recovered police defuses


Cooch Behar News : দোল-হোলি উৎসবের মাঝেই তাজা বোমা উদ্ধার রাজ্যে। ভারত-বাংলাদেশ সীমান্তের দিনহাটা দুই নম্বর ব্লকে চাষের জমি থেকে তাজা বোমা উদ্ধার হয়। বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাকালি এলাকায় সাত সকালে চাষের জমিতে তাজা বোমাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

North 24 Parganas News : হোলির দিনে তাজা বোমা উদ্ধার, আতঙ্কে অশোকনগরবাসী
স্থানীয় সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্তের দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাকালি এলাকায় সাত সকালে চাষের জমিতে তাজা বোমাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ওই এলাকার বাসিন্দা সুধীর বর্মনের জমিতে কে বা কারা গতকাল রাতে একটি তাজা বোমা রেখে যায় বলে অভিযোগ। বুধবার সকালে জমির মালিক সুধীর বর্মন সরিষা তুলতে এলে দেখতে পান তার জমিতে একটি তাজা বোমা পড়ে আছে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

Murshidabad News : বেলডাঙায় বাঁশবাগান থেকে উদ্ধার ২১ টি সকেট বোমা, আতঙ্ক এলাকায়
খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। কিছুক্ষণের মধ্যে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটিকে নিষ্ক্রিয় করে। এ বিষয়ে স্থানীয় এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি চঞ্চল কুমার রায় জানান, তিনি ফোন মাধ্যমে শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাহেবগঞ্জ থানায় খবর দেন। তিনি আরও বলেন বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত খুবই শান্তিপ্রিয় জায়গা। তাই কে বা কারা বোমা রেখে এলাকাকে আতঙ্কিত করতে চাইছে জানেন না।

Murshidabad News : বর্ষপূর্তি উৎসবের আগেই স্কুলের ছাদে মিলল সকেট বোমা, তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদে
পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় অশনি সংকেত দেখছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, কয়েক মাস আগেই দিনহাটা থানার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোটফলিমারি গ্রাম থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটে। রাস্তায় বোমাটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর যায় দিনহাটা থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। বোমাগুলি কে বা কারা রেখে গিয়েছিল তদন্ত শুরু করে পুলিশ। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দিনহাটা এলাকায়।

South Dinajpur : পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি, কুমারগঞ্জে হইচই
অন্যদিকে, বুধবার সাত সকালে অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পল্লী সংঘ খেলার মাঠের পাশের গলি থেকে। উদ্ধার হয়েছে ১১ টি তাজা বোমা। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। সাত সকালে ১১ টি তাজা বোম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *