Digha Police : মদ্যপ অবস্থায় হুল্লোড় দিঘায়, পুলিশি অভিযানে ধৃত একাধিক – digha police started special checking against drink and drive


Purba Medinipur : দিঘা মানেই পর্যটকদের উল্লাস। সমুদ্রের জলের সঙ্গে রঙিন জলেও উদ্দাম মেতে ওঠা। এই কারণে মাঝে মধ্যেই এলাকার ব্যবসায়ী থেকে পুলিশদের সহ্য করতে হয় পর্যটকদের বেলেল্লাপনাও। সেই সঙ্গে আছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। যার জেরে মাঝে মধ্যেই পথ দুর্ঘটনার সাক্ষী থাকতে হয় রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রকে।

তাই এবার মদ্যপদের দৌরাত্মের লাগাম টানতে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হল। সৈকত শহর দিঘায় দিনে দিনে মদ্যপ চালকদের দৌরাত্ম বাড়তে থাকছে, যার ফলে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে।

Digha Beach : রঙের উৎসবে ছুটির মেজাজে দিঘা, কেমন ভিড় সৈকতে?
সেই কারণেই পুলিশ রাতে নাকা তল্লাশি অভিযান শুরু করল। এদিন এই অভিযান চালান দিঘা থানার ট্রাফিক বিভাগের আধিকারিক রাজু ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। অভিযান চালিয়ে এদিন এক মদ্যপ চালককে গ্রেফতারও করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মদ্যপ চালকের নাম সুশান্ত প্রধান। বাড়ির ওডিশা রাজ্যের ভোগরাই এলাকায়। এই বিষয়ে স্থানীয় এক হোটেল ব্যবসায়ী বলেন, “দিঘায় এই সমস্যাটি বহুদিনের। মদ্যপ পর্যটকদের ঝুট ঝামেলা যেমন পোহাতে হয়। ঠিক তেমনি মদ্যপ গাড়ি চালকদেরও সামলানো মুশকিল হয়ে যায়। এই বিষয়ে বহুদিন ধরেই পুলিশকে কোনও পদক্ষেপ নিতে জানানো হচ্ছিল। আজ সেই কাজ শুরু হয়েছে দেখে এখানকার সকল মানুষই খুশি। কারণ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো মানে শুধু যে চালক বিপদে রয়েছেন তা নয়, সঙ্গে থাকা সকল পর্যটকরাও বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন।”

Durgapur News : মত্ত অবস্থায় পুলিশের সঙ্গে মারামারি, দুর্গাপুর থেকে গ্রেফতার ৯ যুবক
পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বেড়াতে আসা পর্যটকরাও। বর্ধমান থেকে গাড়ি নিয়ে দিঘা বেড়াতে আসা এক পর্যটক এই বিষয়ে জানালেন, “ভীষণই ভালো উদ্যোগ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোটা কতটা বিপদজনক তা বলে বোঝানো মুশকিল। আমি নিজে গাড়ি চালিয়ে পরিবার নিয়ে বেড়াতে এসেছি। নিজে যদিও বা মদ্যপান না করে গাড়ি চালাই, কিন্তু রাস্তায় যদি অন্য কোনও গাড়ির চালক মদ্যপান করে গাড়ি চালান, তাতেও আমার বিপদ আছে। এই বিষয়গুলি সবাইকে বুঝতে হবে, তবেই পথ দুর্ঘটনা রোধ করা যাবে।”

Bardhaman News : আন্তঃরাজ্য ড্রাগ পাচারের পর্দাফাঁস, বিপুল মাদক-সহ গ্রেফতার ২
আগামী দিনেও একই ভাবে দিঘার বিভিন্ন প্রান্তে এই অভিযান জারি থাকবে বলে দিঘা থানার পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের আশা, কয়েকদিন এই অভিযান চললে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সংখ্যা অনেকটাই কমে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *