Furfura Sharif: বুধেই নওশাদের সঙ্গে সাক্ষাৎ, চেয়ারম্যান হয়েই ফুরফুরা শরিফ সফরে তপন – tmc mla tapan dasgupta becomes new chairman of furfura sharif development board


West Bengal Local News: সাগরদিঘি উপনির্বাচনের ফল বেরনোর পরই সংখ্যালঘু উন্নয়নে জোর শাসক দলের। সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের মনের খবর নিতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বদল। ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের নয়া চেয়ারম্যান হলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ফুরফুরার চেয়ারম্যান ছিলেন।গত বছর জুলাই মাস থেকে হুগলি জেলা শাসক পি দীপাপ প্রিয়া দায়িত্বে ছিলেন। তপন দাশগুপ্ত বলেন,ফুরফুরার রাস্তা,পানীয় জল,আলো স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে।লক্ষ লক্ষ মানুষ ফুরফুরায় আসেন সারা বছর।বিশেষ করে ইসালে সওয়াবের সময়।মানুষের চাহিদা মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছেন।আর যদি কোনও ঘাটতি থাকে সেগুলো দেখে করা হবে।বুধবার ফুরফুরার মাজারে যাবেন তপন দাশগুপ্ত। সেখানে পীরজাদাদের দরবারে দেখা করবেন বলে জানান তিনি।

WBTC-SBSTC Bus Service : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুরফুরা শরিফে পৌঁছনোর জন্য বিশেষ বাস পরিষেবা

নওশাদ সিদ্দিকী জেল থেকে ছাড়া পাওয়ার পরদিনই তাঁর বাড়িতে যান রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী । যদিও সেখানে ভাঙরের বিধায়কের সঙ্গে দেখা হয়নি জাঙ্গিপাড়া বিধায়কের । সে প্রসঙ্গে তপন দাশগুপ্ত বলেন, ”এটা ঠিক নয় ঈশ্বর আল্লাহর কাছে সবাই দোয়া করতে যায়। এই তিনটে দিন পবিত্র দিন। ফুরফুরা শরিফে হিন্দু মুসলিম বাংলাদেশ, পাকিস্তান ,আফগানিস্তান থেকে লোক আসে। এটা নিয়ে কোন বিতর্কিত করা উচিত নয়। ঈশ্বর আল্লাহ সবার। উন্নয়নে সবাই শামিল হোক। ফুরফুরায় পানীয় জল, রাস্তাঘাট ,গেট সবকিছু হয়েছে। ফুরফুরা সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। ত্বহা সিদ্দিকিকে ফোন করেছিলাম যদিও তার ফোন ব্যস্ত ছিল।”

Bankura TMC : ‘রাজ্যের ৩০ শতাংশ সংখ্যালঘু ভোটেই ক্ষমতায় TMC…’, সমর্থন হারানো নিয়ে উদ্বেগ প্রকাশ তৃণমূল বিধায়কের

ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ (FSDB) দশ জনের কমিটি।সেখানে চেয়ারম্যান জেলা শাসক ছাড়াও রয়েছেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়,হুগলি জেলা পরিষদের সভাধিপতি,জাঙ্গীপারা বিধায়ক স্নেহাশিষ চক্রবর্তী,চন্ডীতলা বিধায়ক স্বাতী খন্দকার,শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী,ফুরফুরা প্রধান,ইউ ডি এম এ’র একজন প্রতিনিধি,মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক সপ্তরের একজন প্রতিনিধি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *