Kolkata Latest News : লিভ ইন সম্পর্কের করুণ পরিণতি! প্রাণ গেল কলকাতার যুবকের – one man found dead in golf green kolkata police question his live in partner


দোলের দিন গলফ গ্রিনে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম লিটন দাস (২৭)। তিনি দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ার বাসিন্দা। গলফ গ্রিন এলাকায় লিভ ইন পার্টনার প্রীতির সঙ্গে একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকতেন তিনি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই সম্পর্কে সম্প্রতি চিড় ধরেছিল। আর এরই জেরে আত্মঘাতী হয়েছেন লিটন, দাবি প্রীতির।

ঠিক কী ঘটেছে?
জানা গিয়েছে, বিক্রমগড়ে একটি বাড়ি থেকে উদ্ধার হয় লিটন দাসের ঝুলন্ত দেহ। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। ওই কামরা থেকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রীতি সর্দার নামক এক মহিলাকে। তাঁকে প্রথমে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Haridevpur Murder : মধুচক্রের দালালিতে বচসায় খুন? হরিদেবপুর হত্যাকাণ্ডে পরতে পরতে রহস্য
পুলিশ সূত্রে খবর, প্রীতির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পুলিশি জেরায় জানা গিয়েছে, ১৪ বছর আগে সৌমেন সর্দার নামক এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল প্রীতির। কিন্তু, সেই সম্পর্ক টেকেনি। ১১ বছর আগে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। গত চার বছর ধরে লিটনের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ৩১ বছরের প্রীতি।

বিক্রমগড়ে একটি ভাড়ার ফ্ল্যাটে ছিলেন তাঁরা। জানা গিয়েছে, সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি হয়েছিল। হামেশাই ঝগড়া লেগেই থাকত। সোমবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার সকালে মদ্যপ অবস্থায় ছিলেন লিটন, অভিযোগ এমনটাই।

Kolkata Crime News : দোলের সকালে হরিদেবপুরে ভয়াবহ দৃশ্য! রাস্তায় পড়ে যুবতীর মৃতদেহ
প্রীতির দাবি, মদ খেয়ে লিটন তাঁর উপর চড়াও হয় এবং মারধর করতে শুরু করে। তারই পরিনাম স্বরূপ শরীরে একাধিক ক্ষতচিহ্ন হয়েছে, দাবি করেছেন প্রীতি। লিটন আত্মঘাতী হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই লিটনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর বক্তব্যও রেকর্ড করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিটন এবং প্রীতি খুব একটা কারও সঙ্গেই কথা বলতেন না। এলাকাবাসীর সঙ্গেও মেলামেশা করতেন না তাঁরা। সম্প্রতি সময়ে লিভ ইন সম্পর্কে ফাটল এবং তার মর্মান্তিক পরিণতির একাধিক ঘটনা সামনে এসেছে। দিল্লির শ্রদ্ধা আগরওয়াল হত্যাকাণ্ড রীতিমতো নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে।

Dakhin 24 Pargana: ‘বউকে সব বলে দেব’, প্রেমিকার হুমকি পেয়ে চরম পদক্ষেপ যুবকের, শ্রীঘরে ল ক্লার্ক
লিভ ইন পার্টনার শ্রদ্ধাকে খুন করে কুচি কুচি করে কেটে তার দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছিল আফতাবের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হয় আফতাব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *