Newtown Money Recovery: নিউ টাউনের কল সেন্টারে উদ্ধার রাশি রাশি টাকা! শহরে জাঁকিয়ে বসেছে প্রতারণা চক্র – crores of money recovered from call centres of newtown and saltlake by bidhannagar police


ফের কলকাতা সংলগ্ন এলাকায় মিলল যকের ধন! ভুয়ো কল সেন্টারে তল্লাশি চালিয়ে উদ্ধার হল কোটি কোটি টাকা। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে গয়না, বিলাসবহুল গাড়ি ও বহুমূল্য ঘড়ি। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা মোট ছ’জন।

বুধবার বিধাননগর কমিশনারেটের DC প্রবীণ প্রকাশ জানান, মোট ৩ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। নিউটাউন, সল্টলেক ও লিলুয়া মিলিয়ে মোট ২২টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলেছে বলেও জানিয়েছেন তিনি।

কী ভাবে ভুয়ো কল সেন্টারের হদিশ পেল পুলিশ? DC জানিয়েছেন, চলতি বছরের ২ মার্চ নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে উদ্ধার হয় ১৩ লাখ টাকা। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা চারজনকে। জিজ্ঞাসাবাদে জানা যায়,ধৃতরা গুজরাট ও দিল্লির বাসিন্দা।

Kolkata News: কলকাতায় ফের বিপুল টাকা উদ্ধার, গ্রেফতার ১
পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে তথ্য নিয়েই ৬ মার্চ লিলুয়াতে হানা দেন তদন্তকারীরা। সেখানে দু’টি ফ্ল্যাটে চলে তল্লাশি অভিযান। গ্রেফতার করা হয় আরও দু’জনকে। তাঁদের কাছে মেলে বিলাসবহুল গাড়ি।

এদিন DC প্রবীণ প্রকাশ আরও জানিয়েছেন, লিলুয়ার পর নিউটাউন ও সল্টলেকের একাধিক জায়গার ভুয়ো কল সেন্টারের হদিশ মেলে। এর পরই সল্টলেকের ৫টি ও নিউটাউনের ১৫ ফ্ল্যাটে একসঙ্গে তল্লাশি চালানো হয়। সেখানে মেলে বিপুল টাকা, ক্রিপ্টো কারেন্সি, বহুমূল্য ঘড়ি, সোনার গয়না ও ল্যাপটপ ও কম্পিউটার।

Money Recovery by ED: ফের চিটফান্ড প্রতারণা, ইডির তল্লাশিতে মিলল বিপুল গয়না আর কোটি কোটি টাকা
পুলিশের দাবি, এই চক্রের কিং পিন গৌরব ও সৌরভ নামের দুই ভাই। নিউটাউন ও সল্টলেকে ৮ থেকে ১০টি ভুয়ো কল সেন্টার চালাতো তাঁরা। কলসেন্টারের আড়ালে চলত প্রতারণার কারবার।

বিধাননগর কমিশনার সূত্রে খবর, বেআইনিভাবে ঋণ পাইয়ে দেওয়ার নাম করেও টাকা তুলত এই চক্র। এছাড়া হুমকি দিয়ে তোলাবাজিও করত বলে অভিযোগ।

চলতি মাসেই কলকাতার ট্যাংরা এলাকা থেকে উদ্ধার হয় বিপুল টাকা। সেই ঘটনাতেই ভুয়ো ওয়েবসাইট খুলে উঠেছিল প্রতারণার অভিযোগ।

এই নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়েই FIR দায়ের করে তদন্তে নামে পুলিশ।

Kolkata Money Recovery : পার্ক স্ট্রিটে গাড়িতে উদ্ধার ৫০ লাখ টাকা, পুলিশের জালে ১
গত বছরের নভেম্বরে ভুয়ো ওয়েবসাইট প্রতারণাকাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের পয়লা মার্চ ক্রিস্টোফার রোডে চলে তল্লাশি। যাতে উদ্ধার হয় ৬৫ লাখ টাকা।

তল্লাশির সময় ওয়াজিদ আলি নামে একজনকে গ্রেফতারও করে পুলিশ। কলকাতার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কোটি কোটি টাকা উদ্ধার করল বিধাননগর থানার পুলিশ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *