Purulia News : পছন্দ হয়নি বিয়ের জিনিস! বছর না ঘুরতেই নব বধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে – husband and his family members killed wife in ​purulia


West Bengal News : জমি জায়গা বিক্রি করে মেয়ের বিয়ে দিয়েছিলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা এলাকার নীলডি গ্রামের বাসিন্দা অনিমা মণ্ডল। গত বৈশাখ মাসে আদ্রা থানা এলাকার মেটাল এলাকার বাসিন্দা বাপি মণ্ডলের সঙ্গে নিজের মেয়ে প্রীতিলতা মণ্ডলের বিয়ে দেন অনিমা দেবী। কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সেই মেয়েকে খুন করে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।

এই বিষয়ে গতকাল সন্ধ্যায় আদ্রা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন নিহত গৃহবধূর মা। এদিন তিনি বলেন, “অনেক কষ্ট করে জমি বিক্রয় করে মেয়ের বিয়ের জন্য পাত্র পক্ষের দাবি মত আড়াই লাখ টাকা, দু ভরি সোনা ও রুপোর গয়না ছাড়াও আসবাবপত্র দিয়েছিলাম। কিন্তু গত মাঘ মাসে মেয়ে এখানে একটি অনুষ্ঠানে এসে আমাকে জানায় যে, বিয়ের সময় দেওয়া জিনিসপত্র পছন্দ না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।”

Uttar 24 Pargana : শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের রহস্যমৃত্যু! নেপথ্য কি সম্পর্কের টানাপোড়েন?
অনিমা দেবী আরও জানান, “আমার জামাই তার মা ও ঠাকুমার কথা মতন মেয়ের ওপর অত্যাচার করত। এমনকি আমার মেয়ের দেওর ও শ্বশুর মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ দিত এবং প্রাণ নাশের হুমকিও দিত। তবু আমি মেয়েকে বুঝিয়ে ছিলাম সংসার করতে। কিন্তু গতকাল আমি ওখানকার লোকের কাছ থেকে খবর পাই যে আমার মেয়েকে ওরা খুন করে দিয়েছে।

খবর পেয়ে আমি সেখানে ছুটে গিয়ে জানতে পারি মেয়েকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে মেয়েকে আমি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। আমার মেয়েকে যারা এভাবে মেরে ফেলল আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির অনুরোধ করছি।”

Bankura News : বিয়ের আগেই কনের গয়না নিয়ে চম্পট, ৬ ঘণ্টার মধ্য়েই পুলিশের খপ্পরে চোর
এই বিষয়ে অনিমা দেবী আরও বলেন, “বিয়ের জিনিষ পছন্দ না হওয়ার বাপের বাড়ি থেকে আরও টাকা পয়সা ও জিনিষ আনতে মেয়েকে চাপ দিত ওরা। আমার মেয়ে এই বিষয়ে আমাকে বলেওছিল। কিন্তু মেয়ের বিয়ের সময়েই সব কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আর কিছুই আমার দেওয়ার ক্ষমতা ছিল না। শুধু এই কারনেই আমার মেয়ের প্রাণ গেল।”

Job Scams: SSC-এর পর এবার ICDS-এও চাকরি দেওয়ার নামে প্রতারণা! মালদায় হদিশ চক্রের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিমা দেবীর অভিযোগের ভিত্তিতে আদ্রা থানার পুলিশ আজ ওই বধূর স্বামী বাপি মণ্ডল কে গ্রেফতার করেছে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, “এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে। তদন্ত কিছুটা এগোলে বাকি বিষয়গুলি পরিষ্কার হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *