পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার কুলগাছিয়া জয়রামপুরে। এদিন বিকেলে বাইকে চেপে তিন যুবক উলুবেড়িয়ার দিক থেকে বাগনানের দিকে যাচ্ছিল। বিকেল ৩ টে নাগাদ কুলগাছিয়ার জয়রামপুরের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলে ৩ যুবক রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিতাই পাল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় প্রদ্যুৎ মাইতি (২২) নামে অন্য এক যুবককে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত দু’জনের বাড়ি বাগনান থানার কালিকাপুরে। দুর্ঘটনায় অন্য এক যুবক গুরুতর আহত অবস্থায় ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।
অন্যদিকে এদিন বিকেলে ৩ টে ৩০ নাগাদ বাইক নিয়ে উলুবেড়িয়ার দিক থেকে বীরশিবপুরের দিকে যাওয়ার সময় কৈজুড়ীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে একটি বাইক। অনিকেত ঘোষ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের বাড়ি উলুবেড়িয়া থানার কৈজুড়ী এলাকায়। দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যুবকের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যায় আমতার অশ্বথ তলায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় ২ জন আহত হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটে দোলের দিন অর্থাৎ মঙ্গলবার সন্ধায়। দুর্ঘটনার জন্য যাত্রীদের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দুই যুবকের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া। উৎসবের দিনে দুই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।
স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় একটি বাইকে চেপে আমতার তিন যুবক আমতার দিকে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আমতার সোমেশ্বরের বাসিন্দা কৌশিক কোলে (১৯) এবং কার্তিক পাত্র (১৮) ও ডোমজুড়ের বাসিন্দা সাহিল মল্লিকের (২৬) মৃত্যু হয়। পুলিশ ৬ টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।