Road Accident : উৎসবের দিনে গতির বলি তরতাজা প্রাণ, হাওড়ায় ৩ টি পৃথক বাইক দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের – howrah road accident today 6 youth died


Howrah Road Accident : উৎসব মুখর দিনে গতির বলি ৬ তরতাজা প্রাণ। দোলের দিন ৩ টি পৃথক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হল হাওড়ায়। পাশাপাশি আহত আরও ৩ জন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বেশিরভাগ ক্ষেত্রেই বাইক দুর্ঘটনার বলি তরতাজা যুবকরা। উলুবেড়িয়া বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টে ধাক্কা মারায় প্রাণ হারায় তিন যুবক। অন্যদিকে, আমতায় বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় তিন যুবকের।

Taki Road Accident : পরীক্ষা দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা টাকি রোডে, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার কুলগাছিয়া জয়রামপুরে। এদিন বিকেলে বাইকে চেপে তিন যুবক উলুবেড়িয়ার দিক থেকে বাগনানের দিকে যাচ্ছিল। বিকেল ৩ টে নাগাদ কুলগাছিয়ার জয়রামপুরের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলে ৩ যুবক রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিতাই পাল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়।

Baruipur Road Accident : বারুইপুরে গাড়ি -বাইকের সংঘর্ষে মৃত ১, চালক পলাতক
গুরুতর আহত অবস্থায় প্রদ্যুৎ মাইতি (২২) নামে অন্য এক যুবককে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত দু’জনের বাড়ি বাগনান থানার কালিকাপুরে। দুর্ঘটনায় অন্য এক যুবক গুরুতর আহত অবস্থায় ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।

Hooghly News : ‘জমি বিবাদের’ জের, দোলের দিনে মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে খুন
অন্যদিকে এদিন বিকেলে ৩ টে ৩০ নাগাদ বাইক নিয়ে উলুবেড়িয়ার দিক থেকে বীরশিবপুরের দিকে যাওয়ার সময় কৈজুড়ীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে একটি বাইক। অনিকেত ঘোষ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের বাড়ি উলুবেড়িয়া থানার কৈজুড়ী এলাকায়। দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যুবকের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Local Train Accident: চলন্ত ট্রেনের সঙ্গে মারুতি ভ্যানের ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় আহত বহু
অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যায় আমতার অশ্বথ তলায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় ২ জন আহত হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটে দোলের দিন অর্থাৎ মঙ্গলবার সন্ধায়। দুর্ঘটনার জন্য যাত্রীদের সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দুই যুবকের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া। উৎসবের দিনে দুই যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

CBSE Examination 2023 : মিষ্টি কিনতে গিয়ে অটোর ধাক্কায় মৃত্যু ব্যক্তির, চোখের জলে বাবার শেষকৃত্য সম্পন্ন CBSE পরীক্ষার্থী ছেলের
স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় একটি বাইকে চেপে আমতার তিন যুবক আমতার দিকে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আমতার সোমেশ্বরের বাসিন্দা কৌশিক কোলে (১৯) এবং কার্তিক পাত্র (১৮) ও ডোমজুড়ের বাসিন্দা সাহিল মল্লিকের (২৬) মৃত্যু হয়। পুলিশ ৬ টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *