Rudranil Parody On Anubrata : ‘…কয়লা-গোরু করবে তোমায় মিস’, রাজ্য ছাড়তেই কেষ্টকে প্যারোডি-খোঁচা রুদ্রনীলের – rudranil ghosh anumadhab parody returns after anubrata mondal shifted to delhi by ed


অনুমাধব রিটার্নস! অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা রাজধানী উড়ে যেতেই ফের একবার প্যারোডি নিয়ে হাজির রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh Parody)। এটা তাঁর ‘অনুমাধব’ সিরিজের তৃতীয় পার্ট। কয়লা, গোরু মামলা থেকে শুরু করে নানা দুর্নীতি বাণে বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে বিদ্ধ করেছেন তিনি। সরাসরি তাঁর নাম নেননি রুদ্রনীল। অথচ তাঁর প্যারোডির প্রতিটি লাইনেই ছিল তীক্ষ্ণ শ্লেষ।


Anubrata Mondal : কখনও মনমরা, কখনও আঙুল উঁচিয়ে চেনা ছন্দে! দোল পূর্ণিমায় কী আছে কেষ্টর কপালে?
প্যারোডিতে কী কী প্রসঙ্গ টানলেন রুদ্রনীল?

রাজনৈতিক প্যারোডি নতুন কিছু নয় তবে রুদ্রনীল ঘোষের ‘অনুমাধব’ সিরিজ অত্যন্ত জনপ্রিয় হয়েছে। BJP নেতার প্যারোডিতে তাঁকে দেখা গিয়েছে গালে আবির মাখা অবস্থায়। হাতেও রয়েছে লাল হলুদ আবিরের থালা। দোলের দিনই অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা। আর সেই বিষয়টিকেই তাঁর প্যারোডির লাইনগুলিতে মিলিয়ে দিয়েছেন রুদ্রনীল।

Anubrata Mondal Latest Update: জন্মাষ্টমীতে গ্রেফতার, দোলে দিল্লি যাত্রা অনুব্রতর
দলের কেউই আর ‘অনুমাধম’-এর পাশে নেই। এ প্রসঙ্গ উত্থাপন করে রুদ্রনীল তাঁর গানে গানে তুলে ধরেন, অনুব্রত মন্ডলের ‘শুঁটিয়ে লাল করে দেব’ থেকে ‘চড়াম চড়াম গুড়বাতাসা’র মতো হিট ডায়লগগুলি। রুদ্রনীলের কথায়, ‘অনুমাধব… গুড়বাতাসায় পিঁপড়ে এখন,নকুল দানায় মাছি। মুখ খুলে কেউ বলছে না আর তোমায় ভালোবাসি…।”

রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) মনে করিয়ে দেন একসময় এই তৃণমূল নেতা পুলিসকেও শাসিয়েছেন। অসুস্থতার নানা অজুহাত দিয়ে জিজ্ঞাসাবাদ এড়িয়েছেন। বারবার হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু, শেষ পর্যন্ত কোনও অজুহাতই আর কাজে লাগল না।

Anubrata Mondal News: হাল ছাড়ার পাত্র নন! দিল্লি যাত্রা রুখতে কালই হাইকোর্টে অনুব্রত, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও
এখানেই শেষ নয়, অনুব্রতকে সচেতন করে রুদ্রনীল বলেন, “খেলা শেষ!” দিল্লিতে ফুল মালা হাতে তাঁকে বরণ করার জন্য প্রস্তুত মামারা অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। পাশাপাশি, রুদ্রনীলের প্রশ্ন, “মাছের ল্যাজাটা তিনি খেয়েছেন। মুড়োটা খেল কে?” একইসঙ্গে অনুমাধবকে তাঁর পরামর্শ, ধরাই যখন পড়ে গিয়েছে, একা একা বকা না খেয়ে সে যেন সবার নাম বলে দেয়।


Anubrata Mondal: অনুব্রতর সঙ্গে শক্তিগড়ে ‘ব্রেকফাস্ট বৈঠক’-এ কারা? সামনে এল নাম-পরিচয়
প্যারোডির একেবারে শেষ অংশে ব্যঙ্গের সুরে রুদ্রনীল বলেন, “এই বাংলার কয়লা আর গরু করবে তোমায় মিস। কালীঘাটের তরফ থেকে তোমায় ফ্লাইং কিস…।” সব মিলিয়ে রুদ্রনীল ঘোষের এই নয়া প্যারোডি সোশা মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।

আপাদমস্তক রাজনৈতিক ফ্লেভারে মোড়া রুদ্রনীল ঘোষের প্যারোডি বরাবরই সোশাল মিডিয়া জনপ্রিয়। জয় গোস্বামীর মালতীবালা বিদ্যালয় কবিতার প্যারোডি করে রাজ্যের শাসক দলের নেতাকে আগেও তোপ দাগেন রুদ্রনীল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *