Sukanta Majumdar : ‘…চেয়ারটা ছেড়ে দিন, আমরা DA মিটিয়ে দেব’, মুখ্যমন্ত্রীকে তোপ সুকান্তর – bjp state president sukanta majumdar slams cm mamata banerjee.


Nadia News : নদিয়ায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সোজাসুজি ‘চেয়ার ছাড়ার পরামর্শ’ দিলেন BJP রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন চাঁছাছোলা ভাষায় তিনি বলেন, “মুণ্ড কাটার দরকার নেই, চেয়ারটা ছেড়ে দিন, আমরা এসে সরকারি কর্মচারীদের DA মিটিয়ে দেব।”

কেন্দ্রীয় হারে DA-র দাবিতে সরকারি কর্মচারীরা শহীদ মিনারের নিচে যে অনশন, অবস্থান বিক্ষোভ করছেন সেই প্রসঙ্গে আজ হোলি উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে (ISKON Temple) ঝটিকা সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তীব্র কটাক্ষের সুরে একথাই বলেন সুকান্ত মজুমদার। এবং এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে ‘অপদার্থ’ বলেও দাবি করেন তিনি।

Sukanta Majumdar On Anubrata Mondal: ‘অনুব্রত সিপিএমের স্কুল থেকেই পাশ…’, তৃণমূল নেতাকে নিয়ে বামেদের কটাক্ষ সুকান্তর
এই দিন দুপুরে ঝটিকা সফরে মায়াপুর ইসকন মন্দির (ISKON Temple) পরিদর্শনে আসেন সুকান্ত মজুমদার। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন BJP-র রাজ্য সভাপতি। পাশাপাশি তিনি বলেন, “অনুব্রত মণ্ডল মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। যদি তিনি মুখ খোলেন তাহলে তৃণমূল কংগ্রেসে ভূমিকম্প হবে, এবং ধপাস করে দলটাই পড়ে যাবে।”

সেই কারণেই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতারা বলেও এই দিন তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) আক্রমণ করেন সুকান্তবাবু। পাশাপাশি তিনি কথা বলেন ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে নিয়েও। সুকান্ত বলেন, “তাঁকে পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছিল। বর্তমানে সেই ভুল বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে তৃণমূল সরকার।”

Sukanta Majumdar : ‘অ্যাডিনো ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য দায়ী বেহাল স্বাস্থ্য ব্যবস্থা’, তোপ সুকান্তর
বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের যে এতটা লড়াই করতে হচ্ছে দাবি আদায় করতে, সেটাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন তিনি। টাকার বিনিময়ে এই রাজ্যে চাকরি বিক্রি হয়ে গিয়েছে বলেও দাবি করেন সুকান্ত। সম্প্রতি ভাঙড়ের পর নদীয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে।

এই প্রসঙ্গে সুকান্ত বলেন, “এখন দুয়ারে বোমা, দুয়ারে গুলি প্রকল্প চলছে রাজ্যের শাসকদলে। যা তৃণমূল দলেরই সংস্কৃতি”। তিনি তির্যক ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “শাসকদলের হার্মাদ বাহিনী ও নেতা নেত্রীরা তৎকালীন রাজ্যের শাসক দল CPIM নেতাদের ছাত্র ছিল।”

Sukanta Majumdar : ‘পুলিশ যদি তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করে তাহলে…’, হুঁশিয়ারি সুকান্তর
এই বলে তিনি রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি CPIM-র বিরুদ্ধেও আক্রমন শানান। CPIM নেতাদের কাছ থেকে শিক্ষা নিয়েই অনুব্রত মণ্ডলের মতন অন্যান্য তৃণমূল নেতারা ‘বোমা মারবো, গুলি করবো’ বলেও মানুষকে হুমকি দেয় বলেও দাবি করেন তিনি। CPIM-র স্কুল থেকেই এরা পাস করে আজকে তৃণমূল নেতা তৈরি হয়েছে বলেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *