কেন্দ্রীয় হারে DA-র দাবিতে সরকারি কর্মচারীরা শহীদ মিনারের নিচে যে অনশন, অবস্থান বিক্ষোভ করছেন সেই প্রসঙ্গে আজ হোলি উপলক্ষে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে (ISKON Temple) ঝটিকা সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তীব্র কটাক্ষের সুরে একথাই বলেন সুকান্ত মজুমদার। এবং এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে ‘অপদার্থ’ বলেও দাবি করেন তিনি।
এই দিন দুপুরে ঝটিকা সফরে মায়াপুর ইসকন মন্দির (ISKON Temple) পরিদর্শনে আসেন সুকান্ত মজুমদার। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন BJP-র রাজ্য সভাপতি। পাশাপাশি তিনি বলেন, “অনুব্রত মণ্ডল মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। যদি তিনি মুখ খোলেন তাহলে তৃণমূল কংগ্রেসে ভূমিকম্প হবে, এবং ধপাস করে দলটাই পড়ে যাবে।”
সেই কারণেই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতারা বলেও এই দিন তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) আক্রমণ করেন সুকান্তবাবু। পাশাপাশি তিনি কথা বলেন ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে নিয়েও। সুকান্ত বলেন, “তাঁকে পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছিল। বর্তমানে সেই ভুল বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে তৃণমূল সরকার।”
বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের যে এতটা লড়াই করতে হচ্ছে দাবি আদায় করতে, সেটাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন তিনি। টাকার বিনিময়ে এই রাজ্যে চাকরি বিক্রি হয়ে গিয়েছে বলেও দাবি করেন সুকান্ত। সম্প্রতি ভাঙড়ের পর নদীয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে।
এই প্রসঙ্গে সুকান্ত বলেন, “এখন দুয়ারে বোমা, দুয়ারে গুলি প্রকল্প চলছে রাজ্যের শাসকদলে। যা তৃণমূল দলেরই সংস্কৃতি”। তিনি তির্যক ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “শাসকদলের হার্মাদ বাহিনী ও নেতা নেত্রীরা তৎকালীন রাজ্যের শাসক দল CPIM নেতাদের ছাত্র ছিল।”
এই বলে তিনি রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি CPIM-র বিরুদ্ধেও আক্রমন শানান। CPIM নেতাদের কাছ থেকে শিক্ষা নিয়েই অনুব্রত মণ্ডলের মতন অন্যান্য তৃণমূল নেতারা ‘বোমা মারবো, গুলি করবো’ বলেও মানুষকে হুমকি দেয় বলেও দাবি করেন তিনি। CPIM-র স্কুল থেকেই এরা পাস করে আজকে তৃণমূল নেতা তৈরি হয়েছে বলেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার।