শ্রীকান্ত ঠাকুর: পরীক্ষা শুরু হতে আর বেশি দেরি নেই। মুখের আঘাতের চিহ্ন, গলায় ওড়নার ফাঁস! বন্ধ ঘরে পাওয়া গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ। কীভাবে মৃত্যু? খুনের অভিযোগ করেছেন পরিবারের লোকেরা। বীরভূমের লাভপুরের পর এবার দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডি।
জানা গিয়েছে, মৃতের নাম রুমা সরকার। বাড়ি, কুশমুণ্ডি ব্লকের কাটাল হাট এলাকায়। রুমার বাবা ভিনরাজ্যে কাজ করেন। হোলি উপলক্ষ্যে বুধবার অবশ্য বাড়িতেই ছিলেন তিনি। পাশের গ্রামে একটি অনুষ্ঠান যোগ দিয়ে রাতে বাড়ি ফেরেন পরিবারের লোকেরা। এরপর খাওয়াদাওয়া করে যে যার ঘরে শুতে চলে যান।
এদিন সকালে অনেক ডাকাডাকি করেও রুমার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। কেন? দরজা ভেঙে যখন ঘরে ঢোকেন পরিবারের লোকেরা, তখন দেখেন, কাঠের উপর পর পড়ে রয়েছে উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীর নিথর দেহ! তাঁদের দাবি, মেয়ের গলায় ওড়ানার ফাঁস লাগানো ছিল। এমনকী, আঘাতের চিহ্ন ছিল মুখে একাধিক জায়গায়ও! দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।
আরও পড়ুন: Islampur Clash: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! বাড়িতে ঢুকে বোমাবাজি, প্রাণ গেল সিভিক ভল্যান্টিয়ারের
এর আগে, বীরভূমের লাভপুরে আবার স্কুলের ভিতরেই পাওয়া গিয়েছিল উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। মৃতার রানিজা পারভিন। বাড়ি, বীরভূমেরই ময়ূরেশ্বরের দোগাছি গ্রামে। লাভপুরের নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল রানিজা। স্কুলের হস্টেলে থেকেই পড়াশোনা করত সে।