Asansol Jail : শিরোনামে থাকা আসানসোল জেল ভিআইপি শূন্য – anubrata mondal was taken to delhi asansol jail is now empty


বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল
এমনিতে রাজ্যের আর পাঁচটা জেলা সংশোধনাগারের মতোই সাধারণ। কিন্তু ভিআইপি বন্দিদের কারণে সেই আসানসোল সংশোধনাগার চলে এসেছিল শিরোনামে। প্রায় আড়াই বছর ধরে খবরের সার্চলাইট ছিল এই জেলের দিকে। স্পেশ্যাল তকমা পাওয়া সেই জেল ফের ভিআইপি শূন্য। মঙ্গলবার সংশোধনাগারের শেষ ভিআইপি বন্দি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ায় চাপও কমলো জেলকর্মী থেকে সুপারের।

Anubrata Mondal News: কলকাতা আসার পথে শক্তিগড়ে প্রাতরাশ অনুব্রতর, মেনুতে ডালপুরি-ল্যাংচা
শুরু হয়েছিল বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে দিয়ে। ২০২০-র সেপ্টেম্বরে গোরু ও পরে কয়লা পাচার কাণ্ডে সিবিআই তদন্ত শুরু করে। ওই সব মামলায় ধৃতদের ঠাঁই হয় আসানসোল জেলে। ওই বছরেরই ১৮ নভেম্বর গোরু পাচার মামলায় গ্রেপ্তার হন সতীশ কুমার। ১১ ডিসেম্বর এই মামলায় আত্মসমর্পণ করেন প্রধান অভিযুক্ত এনামুল হক।

Anubrata Mondal: সব চেষ্টা বিফলে, আদালতের নির্দেশে এবার কেষ্টর ‘দিল্লি চলো’
১৩ মাস এই জেলে থাকার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় তিহার জেলে। ২০২১-এর মার্চ মাসে গ্রেপ্তার হন বিকাশ মিশ্র। এর ৩ মাস পরে ২০২২-এর ১০ জুন গোরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রতর দেহরক্ষী সেহগল হোসেন। বর্তমানে তিনিও রয়েছেন তিহারে। গোরু পাচারের সঙ্গে তদন্ত চলে কয়লা কাণ্ডেও। ২০২২-এর ১২ জুলাই কয়লা কাণ্ডে গ্রেপ্তার হন ইসিএলের ৭ জন, তার মধ্যে ৫ জন জেনারেল ম্যানেজার।

Anubrata Mondal Latest News : কেষ্টকে কেন দিল্লিতে আনা হচ্ছে না: কোর্ট
পরে গ্রেপ্তার করা হয় ইসিএলের আরও এক আধিকারিককে। তার আগে জয়দেব মণ্ডল সহ গ্রেপ্তার হওয়া ৪ কয়লা কারবারী এই জেলে ছিলেন প্রায় দু’মাস। তবে এই সময়কালে জেলে সবচেয়ে বড় ভিআইপি বন্দি হিসেবে আসেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ২০২২-এর ১০ অগস্ট তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।

Anubrata Mondal News: ‘ফিসচুলা ফেটে রক্তপাত হচ্ছে’, আদালতে দাবির পরেও হাসপাতালে যেতে নারাজ অনুব্রত
২৪ অগস্ট থেকে প্রায় সাড়ে ৬ মাস এই জেলে কাটান তিনি। মাঝে ২০ নভেম্বর জেলে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে শোন অ্যারেস্ট দেখায় ইডি। মঙ্গলবার আসানসোল জেল থেকে আদালতের নির্দেশে দিল্লিতে নিয়ে যাওয়া হলো কেষ্টকে। ভিআইপি শূন্যও হলো আসানসোল সংশোধনাগার।

Anubrata Mondal News: অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে কাটল জট, কলকাতা আনার জন্য পুলিশকেই নিরাপত্তা দেওয়ার নির্দেশ আদালতের
শেষ ভিআইপি বন্দি জেল ছাড়ায় স্বস্তির শ্বাস ফেলেছেন এখানকার আধিকারিক থেকে কর্মীরা। একইসঙ্গে কিছুটা হতাশ বন্দিরা। দীর্ঘদিন ধরে এই জেলে থাকা বন্দিরা মনে করেছেন, এমন ভিআইপি বন্দি তাদের সঙ্গে থাকলে অন্তত সমস্যার কথা তাঁকে বলা যেত।

Anubrata Mondal In Calcutta High Court : দিল্লি যাত্রা ঠেকাতে হাইকোর্টে কেষ্ট, শুক্রেই শুনানির সম্ভাবনা
সেক্ষেত্রে কোনও ভাবে তার সমাধানের চেষ্টা করতেন তিনি। জেলের এক কর্মী এবং এক আইনজীবীর কথায়, ‘পর পর দু’বছর ধরে বেশ কয়েক জন ভিআইপি বন্দি আসানসোল জেলে এসেছেন, আবার চলেও গিয়েছেন। গত দুই দশকে আমরা মনে করতে পারছি না, এত ভিআইপি একসঙ্গে এই জেলে থেকেছেন কিনা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *