Asha Karmi Recruitment Scam : শিক্ষকের পর আশা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ বনগাঁর স্বাস্থ্যকেন্দ্রে – uttar 24 pargana villagers agitation and locked swasthya kendra for allegation of asha karmi recruitment scam


Uttar 24 Pargana : শিক্ষক নিয়োগ দুর্নীতি তো রয়েছেই। এবার উত্তর ২৪ পরগনা জেলা থেকে উঠে এল আশা কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর এলাকার স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ গ্রামবাসীদের। BMOH-কে অবিলম্বে গ্রেফতারি দাবি তুলে বিক্ষোভে সামিল স্থানীয় মহিলা চাকরি প্রার্থী।

স্বাস্থ্যকেন্দ্রে ঝোলান হল তালা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে এবার আশাকর্মী নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলার।

Primary Teacher Recruitment Scam : ৫ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিতে বলল হাইকোর্ট
সুস্বাস্থকেন্দ্র তালা দিয়ে বিএমওএইচকে (BMOH) গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর গঙ্গানন্দপুর সুস্বাস্থকেন্দ্রে। পরীক্ষার মাধ্যমে কর্মী না নিয়ে ‘ঘুষ’ নিয়ে চাকরিতে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

বৃহস্পতিবার সকাল থেকেই ওই স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরীক্ষা দিয়ে যে আশাকর্মীকে নিয়োগ করার কথা ছিল তাকে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে BMOH অন্য এক মহিলাকে চাকরি দিয়েছেন।

Ration Shop : রেশন ডিলারশিপেও দুর্নীতি! ঘুষ নিয়ে লাইসেন্স দেওয়ার অভিযোগে বারাসতে পোস্টার
তাঁদের বক্তব্য, বনগাঁ ব্লকের মোট ২২ জন আশাকর্মী নিয়োগ করার কথা ছিল। কথা থাকলেও টাকার বিনিময়ে অনেককেই BMOH চাকরি দিয়েছেন বলে দাবি গ্রামবাসীদের। তাই অবিলম্বে BMOH-কে গ্রেফতারের দাবি তুলে বিক্ষোভ দেখান তাঁরা।

চাকরিপ্রার্থী রোজিনা মণ্ডল বলেন, “আমি পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু আমাকে নিয়োগ না করে অন্য একজনের কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে। আমার স্বামী মারা গিয়েছেন। আমার পক্ষে টাকা দিয়ে চাকরিটা পাওয়া সম্ভব নয়। সে কারণেই আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি।”

স্থানীয় এক বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে SDO, BDO এবং বারাসত সিএমওএইচকেও (CMOH) জানান হয়েছে। কিন্তু সমস্যার কোনও সুরাহা হয়নি। তিনি বলেন, “আমাদের গ্রামের একটি মেয়েকে এই চাকরিটা দেওয়ার কথা ছিল। সেটা না করে টাকা খেয়ে পাশের গ্রামের আরেকজন মহিলাকে চাকরিটা বিক্রি করে দেওয়া হয়েছে। সে কারণে আজকে আমরা স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছি।”

Job Scams: SSC-এর পর এবার ICDS-এও চাকরি দেওয়ার নামে প্রতারণা! মালদায় হদিশ চক্রের
প্রসঙ্গত, আশা কর্মী পদে নিয়োগ নিয়ে অভিযোগ নতুন নয়। গত ডিসেম্বর মাসেই অলিপুরদুয়ার জেলায় কালচিনি ব্লকে নিয়োগ দুর্নীতি অভিযোগ তোলেন দুই চাকরিপ্রার্থী। আরতি লোহারা ও প্রতিমা কুজুর নাম দুই মহিলার অভিযোগ ছিল, ২০১৮ সালে কালচিনি ব্লকের মালঙ্গি গ্রাম পঞ্চায়েত থেকে ৩ জনের আশা কর্মী নিয়োগের পরীক্ষা দেওয়ার কথা ছিল।

সে সময় দুজন উপস্থিত থাকে ও আরেকজন উপস্থিত ছিলেন না। যিনি উপস্থিত ছিলেন না, তার নামই তালিকায় ওঠে। স্থানীয় রাজনৈতিক নেতার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে তাঁরা সাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *