Bonny Sengupta ED Summon : একদিন আগেই হাজিরা, তলব করতেই CGO কমপ্লেক্সে বনি সেনগুপ্ত – bonny sengupta appears to salt lake cgo complex a day before in response to ed summon


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে। শুক্রবার তাঁকে হাজিরা দিতে বলেছিল ED। কিন্তু, একদিন আগে তিনি পৌঁছে গেলেন ED দফতরে। বৃহস্পতিবার সকালেই অভিনেতাকে দেখা গেল সল্টলেক CGO কমপ্লেক্সে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতে অভিনেতা বনির নাম পাওয়া গিয়েছে। সেই সূত্রেই তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি এই দুর্নীতির টাকা টলিউডেও খাটত?

Bonny Sengupta : অভিনেতা বনিকে তলব ED-র, নিয়োগ দুর্নীতির টাকা টলিউডেও?

কুন্তল ঘোষের সঙ্গে কী ভাবে পরিচয় বনির?

কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে বনি সেনগুপ্তর যোগাযোগ কী ভাবে গড়ে উঠেছিল? কী ভাবে অভিনেতা এবং এই তৃণমূল যুব নেতার পরিচয় হয়? এই সমস্ত প্রশ্নগুলিই বনি সেনগুপ্তকে করা হতে পারে বলে জানা গিয়েছে। ধৃত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, অভিযুক্ত কুন্তল ঘোষের নিজস্ব একটি প্রযোজনা সংস্থা ছিল বলে উঠে এসেছে ED তদন্তে। শিক্ষক নিয়োগের টাকা খাটানো হয়েছিল ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) এই প্রযোজনা সংস্থাতেও? এই প্রশ্নের উত্তর পেতে নথিপত্র খতিয়ে দেখার কাজ শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

Primary TET : কেন টাকা দেন কুন্তল? ফের ডাক সোমাকে
নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল আগেই দাবি করেছিলেন, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে টেট পরীক্ষার্থীদের চাকরির জন্য ১৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু, সেই বিপুল পরিমাণ টাকা কোথায় গেল? কারা ভাগ পেলেন? সেই টাকা কি কোনওভাবে টলিউডে এসেছিল? অভিনেতা বনি সেনগুপ্তর নাম কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতে কেন পাওয়া গেল? ফলে স্বাভাবিকভাবেই স্ক্যানারে চলে এসেছে টলিউড।

Recruitment Scam : কুন্তল: প্রতারিতদের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু সিবিআইয়ের
বৃহস্পতিবারই শেষ হচ্ছে কুন্তল ঘোষের জেল হেফাজতের মেয়াদ। এদিন তাঁকে ফের একবার আদালতে তোলা হবে। সেখানে কোনওভাবে বনি সেনগুপ্ত প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করেন কি না, সেদিকও তাকিয়ে রয়েছেন গোয়েন্দারা। জামিনের আবেদন করেছেন তৃণমূলের এই যুব নেতা। পাশাপাশি জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে নিয়োগকাণ্ডে ধৃত তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষেরও। তাঁদেরও জামিনের আবেদন করা হয়। আলিপুরের CBI আদালতে তিনজনেরই জামিনের আবেদন করেন আইনজীবীরা। এদিকে, এরা প্রত্যেকেই সরাসরি নিয়োগ দুর্নীতিতে জড়িত, তাঁদের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং আরও জেরা প্রয়োজন বলেই জানাচ্ছে CBI।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *