Civic Volunteer: গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর, গুলি-বোমার লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের – civic volunteer died due to bombing in a group clash at islampur


West Bengal Local News: পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত উত্তর দিনাজপুর। আবারও শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদের খবর। সেই বিবাদের মাঝে পড়ে মর্মান্তিক মৃত্যু সিভিক ভলান্টিয়ারের। রাজনৈতিক বিবাদের জেরে চলল গুলি ও বোমা। বোমার আঘাতেই মৃত্যু ওই সিভিক ভলান্টিয়ারের বলে অভিযোগ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুন্ডা এলাকা।শাসকদলের দু’পক্ষের মধ্যে ক্ষমতা দখল নিয়ে এই বিবাদ বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

বুধবার গভীর রাতে রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে শাসকদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগ। দুই গোষ্ঠীর একে অপরকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। মর্মান্তিকভাবে সেই বিবাদের মাঝে পড়ে সেই বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুন্ডা এলাকায়। জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সাকিব আখতার।

Nadia News : পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, গুরুতর জখম নদিয়ার ওসি সহ ৩ পুলিশ কর্মী

স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই সাহানাবাজ আলম ও মেহেবুব আলমের মধ্যে রাজনৈতিক বিবাদ চলছিল। মেহেবুব আলম মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকাবাসীদের দাবি, শাহনওয়াজ আলম বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী। অন্যদিকে মেহবুব আলম তৃণমূল কানাইয়ালাল আগরওয়ালার অনুগামী।এনিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। বুধবার সন্ধ্যে থেকেও ফের উভয়পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়।বিবাদ চলাকালীন এদিন রাতে শাহনওয়াজের বাড়িতে প্রধান মেহেবুব আলম ও তার লোকজনেরা হামলা চালায় বলে অভিযোগ।চলে গুলি ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হয় শাহনওয়াজের ভাই সাকিব আকতারের। পুলিশের সামনেই গন্ডগোল চলছিল বলে দাবী স্থানীয়দের।

Murshidabad News : অতর্কিতে হামলা, ডিউটি সেরে ফেরার পথে রক্তাক্ত সিভিক ভলান্টিয়ার

খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এলাকার উত্তেজনা নিয়ন্ত্রণে বসানো হয়েছে পুলিশ পিকেটও। অন্যদিকে, গন্ডগোলের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সেখানে সংবাদ মাধ্যমের সামনেই পুলিশ ও তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হুসেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।এমনকী ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনায় যথাযথ পদক্ষেপ গৃহীত না হলে বিধায়ক পদ ইস্তফা প্রদানেরও হুশিয়ারি দিয়েছেন বিধায়ক করিম সাহেব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *