স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই সাহানাবাজ আলম ও মেহেবুব আলমের মধ্যে রাজনৈতিক বিবাদ চলছিল। মেহেবুব আলম মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকাবাসীদের দাবি, শাহনওয়াজ আলম বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী। অন্যদিকে মেহবুব আলম তৃণমূল কানাইয়ালাল আগরওয়ালার অনুগামী।এনিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। বুধবার সন্ধ্যে থেকেও ফের উভয়পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়।বিবাদ চলাকালীন এদিন রাতে শাহনওয়াজের বাড়িতে প্রধান মেহেবুব আলম ও তার লোকজনেরা হামলা চালায় বলে অভিযোগ।চলে গুলি ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হয় শাহনওয়াজের ভাই সাকিব আকতারের। পুলিশের সামনেই গন্ডগোল চলছিল বলে দাবী স্থানীয়দের।
খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এলাকার উত্তেজনা নিয়ন্ত্রণে বসানো হয়েছে পুলিশ পিকেটও। অন্যদিকে, গন্ডগোলের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সেখানে সংবাদ মাধ্যমের সামনেই পুলিশ ও তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হুসেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।এমনকী ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনায় যথাযথ পদক্ষেপ গৃহীত না হলে বিধায়ক পদ ইস্তফা প্রদানেরও হুশিয়ারি দিয়েছেন বিধায়ক করিম সাহেব।