KS Bharat drops absolute sitter! Rishabh Pant starts to trend on social media


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শারীরিক অসুস্থতার জন্য মাঠ থেকে অনেক দূরে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবুও চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) শেষ টেস্টের প্রথম সেশনে তবুও ট্রেন্ডিংয়ে আহত উইকেটকিপার। আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) গ্যালারি ও মাইক হাতে ধারাভাষ্যকাররা পন্থের নাম মুখে আনলেন! কিন্তু কেন? 

অস্ট্রেলিয়া ব্যাট করতে নামার পর কী এমন ঘটল? আসলে অজি ইনিংসের শুরুতেই ট্রাভিস হেডের (Travis Head) একটি লোপ্পা ক্যাচ ফেলে দেন কে এস ভরত (KS Bharat)। ৫.৫ ওভারে উমেশ যাদবের (Umesh Yadav) একটি বাইরে যাওয়া ডেলিভারিকে খোঁচ দেন অজি ওপেনার। সেই বল ব্যাটের কানায় লাগতেই চলে যায় কে এস ভরতের কাছে। যদিও সেই লোপ্পা ক্যাচ ফেলে দেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ উইকেটকিপার। স্বভাবতই এমন খারাপ কিপিং করার জন্য তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এমনকি সেই ভিডিয়ো ভাইরাল হতেও সময় লাগেনি। 

ট্রাভিস হেড শুরুতে জীবন ফিরে পেলেও, ভারতীয় দলকে বড় ধাক্কা দিতে পারেননি। ৪৪ বলে ৩২ রানে আউট হন তিনি। রবিচন্দ্রন অশ্বিনের বলে তাঁর ক্যাচ নেন রবীন্দ্র জাদেজা। তবে তাই বলে তাঁকে ট্রোল করা কিছুতেই কমছে না। টুইটারে একাধিক মিম ছড়িয়ে পড়েছে। এমনকি সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, ম্যাথু হেডেনের মতো দিকপালরাও তাঁর সমালোচনায় মুখর হয়েছেন। 

আরও পড়ুন: Mahendra Singh Dhoni: কীভাবে সিএসকে সতীর্থদের সঙ্গে হোলির মুহূর্ত কাটালেন ধোনি? দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Rohit Sharma vs Ravi Shastri, BGT 2023: গুরু-শিষ্যের সম্পর্ক শেষ! রবি শাস্ত্রীকে একেবারে ধুয়ে কী বললেন রোহিত? জেনে নিন

যদিও এমন হতশ্রী পারফরম্যান্সের পরেও ভরতের উপর আস্থা বজায় রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। সেটা ম্যাচের আগে সাংবাদিক বৈঠকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। চতুর্থ টেস্ট শুরু হওয়ার দু’দিন আগে ভরতের সঙ্গে নেটে অনেকটা সময় ব্যাট করেছিলেন ঈশান কিশান। এমনকি গ্লাভস হাতেও দেখা যায় ঝাড়খণ্ডের কিপারকে। তবে শেষ পর্যন্ত ভরতের উপরেই আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। 

ভরতের প্রসঙ্গে প্রশ্ন করা হলে রোহিত বলেছিলেন, “ঋষভ পন্থ আমাদের দলের অপরিহার্য। ওকে মারাত্মক ভাবে মিস করছি। কে এস ভরত সেই জায়গা ভরাট করার পুরোপুরি চেষ্টা করছে। একটা কথা মনে রাখতে হবে আমরা ঈশান কিশানকে খেলাতেই পারি। কিন্তু সেটা করলে কে এস ভরতের প্রতি অন্যায় করা হবে। এমন পিচে কিন্তু কিপিং করা মোটেও সহজ নয়। আর তাই সিরিজ শুরু হওয়ার আগেই ওকে সুযোগ দেওয়ার কথা বলেছিলাম। অধিনায়ক হিসেবে ওকে পর্যাপ্ত সুযোগ দেওয়া আমার কাজ। সেটাই করছি। তাছাড়া ভরত কিন্তু ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। তাই ওকে আরও সুযোগ দিতে চাই।” 

রোহিত ও টিম ম্যানেজমেন্ট ভরতের পাশে দাঁড়ালেও চলতি সিরিজে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি ভরত। তিন টেস্টের পাঁচ ইনিংসে মাত্র ৫৭ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ২৩ রান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *