Mamata Banerjee on Poppy Cultivation: ‘পোস্ত চাষ মানেই ড্রাগ তৈরি করা নয়…রাজ্যকেও অনুমতি দিতে হবে’, বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রীর – mamata banerjee propose that west bengal should get the permission of poppy cultivation


Poppy Cultivation Law: বাঙালি বাড়িতে নিরামিষ পাত পোস্ত ছাড়া অপূর্ণ। আমিষ রান্নাতেও স্বাদ বাড়াতে জুড়ি নেই। কিন্তু এমন সুভোগ্য জিনিসের আকাশছোঁয়া দামে পোড়ে মধ্যবিত্তের হাত। ঘটি হোক বা বাঙাল পোস্তমাত্রেই সকলের প্রিয়। এমন প্রিয় জিনিসকে সাধ্যের মধ্যে আনতেই বড় সওয়াল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কেন্দ্রের কাছে পোস্ত চাষ করতে চাওয়ার অনুমতির প্রস্তাব।

এরাজ্যে পোস্ত চাষ নিষিদ্ধ। বাংলার বাজারে প্রাপ্ত পোস্ত আমদানি করা হয় অন্য রাজ্য থেকে। কেন্দ্রের অনুমতি প্রাপ্ত রাজ্যেই নিয়ম মেনে পোস্ত চাষ করা হয়। এদিন বিধানসভায় সেই প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এ রাজ্যেও পোস্ত চাষ করতে দিতে হবে। কেন বাইরে থেকে আনতে হবে! চারটে রাজ্যে পোস্ত চাষ হলে এখানে কেন হবে না?”

Purulia News : পুরুলিয়ায় রমরমিয়ে চলছিল বেআইনি পোস্ত চাষ, অভিযান আবগারি দফতরের

এখানেই শেষ নয়, বিরোধীদের কাছেও সমর্থনের আবেদন করে মুখ্যমন্ত্রী বলেন, ”পোস্ত ছাড়া আমাদের চলে না। বিরোধী বন্ধুরা আপনারাও তো খান। আসুন সবাই মিলে একসঙ্গে কেন্দ্রকে বলি। পোস্ত চাষ মানেই ড্রাগস তৈরি করা নয়। অন্য রাজ্যের থেকে কেন কিনব? সব রাজ্য পোস্ত চাষের অনুমতি পেলে আমরা কেন পাব না? আমরা সরকারি ফার্মে চাষ করব।”

প্রসঙ্গত, পোস্ত মেলে আফিম গাছ থেকে। আফিম থেকে তৈরি হয় নেশার জিনিস। তাই পোস্ত চাষে দরকার বিশেষ। সম্প্রতি রাজ্যে একাধিক জায়গায় বেআইনি পোস্ত চাষের অভিযোগ মিলেছে। প্রশাসন ইতিমধ্যেই অভিযান চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে বলে খবর।

West Bengal Latest News: ভাতের পাতে গয়নাবড়ি, মুগের ডাল-চাটনিও! মহিষাদলে গিয়ে চেটেপুটে খেলেন প্রফেসর স্টিফেন

প্রসঙ্গত, এক বিঘা জমিতে কমপক্ষে ১৫০ কেজি পোস্ত উৎপাদন হয়। খোলা বাজারে বর্তমানে এক কেজি পোস্ত বিকোচ্ছে ৮০০ টাকায়। বৈধ ভাবে উৎপাদিত এক কেজি পোস্তর দাম ওঠে ১,৫০০ টাকা থেকে ২,৫০০ টাকার মধ্যে।

অন্যদিকে, পোস্ত গাছ থেকে মেলে একধরনের আঠা। ওই আঠা থেকে মূলত আফিম, ব্রাউন সুগার, হেরোইনের মতো নেশার জিনিস তৈরি হয়। বাজারে ওই আঠার প্ৰতি কেজির দাম প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা। এক বিঘা জমির পোস্ত থেকে দুই বা তিন কেজি আঠা মেলে ফলে পোস্ত বাবদ এই লাভ অনুমেয়। তাই নেশার দ্রব্য উৎপাদন রুখতে পোস্ত চাষে এত কড়া নিষেধাজ্ঞা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *