Nadia News: প্রেমিকাকে রাস্তা থেকে সরাতে খুন! প্রেমিকের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য নদিয়ায় – a minor girl mysterious death family complained against her alleged boyfriend


West Bengal Local News: নদিয়ায় এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। নাবালিকা রহস্যমৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছে তাঁর প্রেমিকের দিকে। মৃতার পরিবারের অভিযোগ, রাস্তা থেকে সরাতে মেয়েটির প্রেমিকই খুন করেছে তাঁকে।

ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা খোড়োপাড়া এলাকার। বুধবার সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানার ষষ্ঠীতলার সারোদা ঘাটে জলঙ্গি নদীর ধারে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। এরপর এই খবর দেয় পুলিশকে। পুলিশ প্রাথমিকভাবে ওই নাবালিকার মৃতদে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরেই মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরে সামনে আসে মেয়েটির পরিচয়।

Uttar 24 Pargana: প্রেমিকের বাড়ি এসে বিয়ের জন্য চাপ! বাগুইআটিতে বহুতল থেকে ঝাঁপ যুবকের

জানা গিয়েছে, ওই কিশোরীর নাম বৃষ্টি হালদার, বয়স ১৭। বাড়ি কোতোয়ালি থানার খোড়োপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে., গত সোমবার বিকেলে বাড়ি থেকে বেরোয় সে। তারপর থেকে নিখোঁজ ছিল সে। কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরী বৃষ্টি হালদারের সঙ্গে রাধানগর সন্ধ্যা পাড়া এলাকার সূর্য নামে এক যুবকের সঙ্গে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু, গত কয়েকদিন ধরে তাদের মধ্যে ভীষণ অশান্তি চলছিল বলে দাবি। পরিবারের অভিযোগ, ছেলেটির অন্য একটি মেয়ের সঙ্গেও সম্পর্ক ছিল। ইদানিং বৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার করত না সে বলে দাবি।

কিশোরী বৃষ্টি হালদারের মা টুম্পা হালদার বলেন, বৃষ্টি ঠিকমত পড়াশোনা করত না! সব সময় মোবাইল দেখত। গত সোমবার সে বিষয়ে বকাবকি করেছিল তার মা। তবে ইদানিং কোনও এক ছেলের সঙ্গে বেশি কথা বলত সে।

Nadia News : হোলির দিন নদীর ঘাটে যুবতীর দেহ উদ্ধার, চাঞ্চল্য কৃষ্ণনগরে

এ বিষয়ে বৃষ্টি হালদারের কাকিমার অভিযোগ, সন্ধ্যা পাড়া এলাকার সূর্য নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে তার প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক শুরু হয়। তবে ইদানিং ওই যুবক অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই নিয়ে বৃষ্টির সঙ্গে ওই যুবকের ঝামেলা লেগেই থাকতো।

কিশোরীর পরিবারের অভিযোগ, ওই যুবকই তাদের বন্ধুদের নিয়ে কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে। ইতিমধ্যেই কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্টের আগে কিশোরীর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য মেলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *