Nadia News : মামার বাড়িতে রং খেলতে এসে মর্মান্তিক ঘটনা, গেটের স্ল্যাব চাপা পড়ে মৃত্যু স্কুল ছাত্রের – nadia boy died by slab of the gate was pressed on him


West Bengal News : দোলযাত্রা (Holi 2023) রঙের উৎসব, আনন্দের উৎসব। কিন্তু এই আনন্দের উৎসবই যে নদিয়া (Nadia) জেলার রানাঘাটের প্রামানিক পরিবারে সারাজীবনের মতন শোক নামিয়ে আনবে, তা কেউ কল্পনাও করেননি। এই দোলযাত্রাই কেড়ে নিল প্রামানিক পরিবারের একমাত্র সন্তানকে। দোলে মামার বাড়িতে রং খেলতে এসে গেটের স্ল্যাব চাপা পড়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃত স্কুল ছাত্রের নাম শুভদীপ প্রামানিক, বয়স আনুমানিক ১৭ বছর।

Jhargram News: একসঙ্গে স্নান-একসঙ্গে খাওয়া! সঙ্গী শাশুড়ির মৃত্যুশোক, বউমার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পারিবারিক সূত্রে জানা খবর, ওই যুবকের বাড়ি নদিয়ার রানাঘাটের হবিবপুর তারাপুরে। গতকাল শান্তিপুরে মামা বাড়িতে এসেছিল রং খেলতে, এরপর মাসির বাড়িতে দেখা করতে যাওয়ার সময়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই গেটের স্ল্যাব ভেঙে পড়ে ওই কিশোরের ওপরে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।

Nadia News : নাতনির জন্মদিনের আবদার মিটিয়ে আত্মঘাতী দিদা! মর্মান্তিক ঘটনা শান্তিপুরে
সেখানে চিকিৎসকেরা ওই শুভদীপকে মৃত বলে ঘোষণা করেন। বাবা বাবলু কুমার প্রামানিক জানান, শুভদীপ তার একমাত্র সন্তান, সচরাচর কোথাও বেড়াতে যায় না। বাবা সম্মতি দেওয়ায় শান্তিপুরের মামার বাড়িতে বেড়াতে আসে শুভজিৎ। কিন্তু এভাবে মর্মান্তিক দুর্ঘটনায় ছেলের যে মৃত্যু ঘটবে তা স্বপ্নেও ভাবতে পারছেন না।

Hooghly News : খেলতে গিয়ে আর ফেরা হল না বাড়ি, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে তলিয়ে প্রাণ গেল ২ শিশুর
এই বিষয়ে শোকে পাথর হয়েই তিনি জানান, “শুভদীপ কখনও কোথাও সেরকম বেড়াতে যেত না। তাও আবার একা। এটা মামার বাড়ি বলেই গিয়েছিল, তাও সেটা আমাকে জানিয়ে। রং খেলতে মামার বাড়ি যাচ্ছে, সেখান থেকে মাসির বাড়ি দেখা করতে যাবে, এতে আমার আপত্তি করার কিছুই ছিল না। হঠাৎ আমার কাছে মামার বাড়ি থেকেই ফোন আসে যে শুভদীপের ওপরে স্ল্যাব ভেঙে পড়েছে। তড়িঘড়ি হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে আর বেঁচে নেই”।

Dakshin 24 Pargana : চুল বাঁধার ফুল নিয়ে দুই বোনের মধ্যে ঝামেলা, অভিমানে চরম সিদ্ধান্ত ছাত্রীর
ছেলের এমন অকস্মাৎ মৃত্যু কিছুতেই মানতে পারছেন না বাব্লু প্রামানিক। এই বিষয়ে শুভদীপের মামার বাড়ির পরিবারের এক সদস্য জানান, “স্ল্যাবটি হঠাৎ কিভাবে ভেঙে পড়ল তা আমরা কিছুতেই ভাবতে পারছি না। যতদূর জানি স্ল্যাবটি দুর্বল অবস্থাতেও ছিল না। শুভদীপ সকালেই এসেছিল রং খেলতে। সবার সঙ্গে দোলও খেলে, তারপর মাসির বাড়ি বেড়াতে যাওয়ার জন্য বের হচ্ছিল।

South 24 Parganas News : ‘বন্ধুরা গায়ে আগুন লাগিয়েছে!’ নুঙ্গি রেলব্রিজের ধারে উদ্ধার অর্ধদগ্ধ ব্যক্তির বয়ানে চাঞ্চল্য
মাসির বাড়ি থেকে এখানে আবার ফিরে এসে তারপর সন্ধ্যেবেলায় নিজের বাড়িতে ফেরার কথা ছিল”। শুভদীপ যে আর কোনোদিন বাড়ি ফিরবে না, তা আর ভাবতেই পারছে না তাঁর মামার বাড়ির পরিবার থেকে নিজের বাড়ির সদস্যরাও। এই ঘটনায় শোকে আচ্ছন্ন হয়ে রয়েছে তাঁর মামার বাড়ির গোটা এলাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *