New Garia Metro Station : মেট্রোর মেগা স্টেশন কবি সুভাষ – new garia metro station will be kolkata first mega station when passengers service began


কুবলয় বন্দ্যোপাধ্যায়
নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর- একে বলে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। ওই লাইনের কিছুটা অংশে যাত্রী পরিবহণের অনুমোদন এসে গিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) দপ্তর থেকে। যাত্রীপরিবহণ শুরু হলেই কলকাতা মেট্রোর প্রথম মেগা স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করবে কবি সুভাষ।

Kolkata Metro Timing On Holi : দুপুরের আগে মিলবে না মেট্রো, দোল-হোলিতে দমদম-কবি সুভাষ রুটে বড় বদল
ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলার পাশাপাশি কবি সুভাষ থেকে বিমানবন্দর রুট বা অরেঞ্জ লাইন- অর্থাৎ দু’টো আলাদা লাইন এই একটি স্টেশনেই মিলবে। কলকাতায় মেট্রোরেলের যে ছ’টি লাইন তৈরির পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে মাত্র দু’টি স্টেশনকে ‘মেগা স্টেশন’ হিসেবে চিহ্নিত করেছেন মেট্রোর কর্তারা- এসপ্ল্যানেড এবং কবি সুভাষ।

East West Metro : হাওড়া-ধর্মতলা রুটে ট্রেন-মহড়া এপ্রিলেই
এর মধ্যে কবি সুভাষ স্টেশনের অন্য গুরুত্বও রয়েছে। আগামী দিনে বারুইপুরের দিকে মেট্রোরেল সম্প্রসারণের যে পরিকল্পনা রয়েছে, তারও রাস্তা খুলবে এই কবি সুভাষ থেকে

Holi Special Train: হোলিতে এনজেপি, পুরীর জন্য স্পেশাল ট্রেন, বড় ঘোষণা পূর্ব রেলের!
কবি সুভাষ কেন মেগা স্টেশন

* কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন এবং ব্লু লাইন মিশছে এই স্টেশনেই

Tarakeswar Railway Station : ‘অমৃত ভারত’-এ অন্তর্ভুক্ত তারকেশ্বর রেল স্টেশন, আশায় বুক বাঁধছেন স্থানীয়রা
* পূর্ব রেলের নিউ গড়িয়া স্টেশনটি কবি সুভাষ স্টেশন সংলগ্ন। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানার মতো এলাকার যাত্রীরা নিউ গড়িয়া পর্যন্ত এসে কবি সুভাষ থেকে সহজেই মেট্রোপথে কলকাতার গন্তব্যে পৌঁছতে পারবেন

Serampore Station : শ্রীরামপুর স্টেশনের পাশে আবর্জনার স্তূপে আগুন, হাওড়া ব্যান্ডেল লাইনে দীর্ঘক্ষণ বন্ধ টেন চলাচল
* কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, ‘বারুইপুরের দিকে মেট্রো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ওই দিকে মেট্রো এগোলে কবি সুভাষ স্টেশন থেকেই সম্প্রসারণ শুরু হবে।’

কলকাতা মেট্রোর অন্য মেগা স্টেশন

Sikkim Railway Project : ট্রেনেই নাথুলা যাত্রা, চিনকে চাপে রাখতে সিকিম সীমান্ত পর্যন্ত রেললাইন পাতছে ভারত
* এসপ্ল্যানেড। এই স্টেশনের পরিকল্পনা করা হয়েছে লন্ডনের চেয়ারিং ক্রস স্টেশনের আদলে। এসপ্ল্যানেডে একই সঙ্গে কলকাতা মেট্রোর ব্লু লাইন, গ্রিন লাইন এবং পার্পল লাইন এসে মিশবে

তা ছাড়া থাকবে পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার, যাত্রীদের বসার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, মহিলা-পুরুষ ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের পৃথক শৌচাগার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং অগ্নি নির্বাপণের আধুনিক ব্যবস্থা। স্টেশনের সৌন্দর্যায়নের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *