Sagardighi By Election : প্রার্থী থেকে দায়িত্ব বণ্টন, হারের কারণ একাধিক – sagardighi by election tmc defeated there are various reasons


প্রসেনজিৎ বেরা
সংখ্যালঘুদের একাংশের সমর্থন না পাওয়ার সঙ্গে আরও একাধিক কারণ সাগরদিঘিতে জোড়াফুলের পরাজয়ের নেপথ্যে কাজ করেছে বলে এই উপনির্বাচনের দায়িত্বে থাকা তৃণমূলের বেশ কয়েক জন নেতার পর্যবেক্ষণে উঠে আসছে। প্রার্থী বাছাই থেকে ‘বহিরাগত’ নেতাদের ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া, একটি ভোটকুশলী সংস্থার কর্মপদ্ধতির সঙ্গে বুথস্তরের নেতা-কর্মীদের সড়গড় না হতে পারা, বুথস্তরে দলের একাংশের নিষ্ক্রিয়তা–এ সবই জোড়াফুলের বিপক্ষে গিয়েছে বলে তৃণমূলের এই নেতাদের বক্তব্য।

Sagardighi By Election Latest News : আজ সাগরদিঘির ফলের আগে দ্বন্দ্ব বিভেদ-রাজনীতির
সাগরদিঘির মণিগ্রাম গ্রামপঞ্চায়েতে তৃণমূলের ভোট পরিচালনার দায়িত্বে থাকা ব্লক-স্তরের নেতা বিকাশ নন্দর একটি ‘ভিডিয়ো’ সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ওই নেতার বক্তব্য, ‘প্রচারের সময়েই আমরা অনুভব করেছিলাম যে, মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে সমর্থন করছেন না। এখানে ৬৮ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

Mamata Banerjee : সাগরদিঘিতে কেন পরাজয়, খতিয়ে দেখতে কমিটি নেত্রীর
তাই এই সম্প্রদায় থেকে প্রার্থী হলে ভালো হতো। মণিগ্রামে হিন্দু-প্রধান বুথগুলিতে বিজেপির থেকে ভোট সুইং করে তৃণমূলে এসেছে, কিন্তু সংখ্যালঘু-প্রধান বুথগুলিতে আমরা বিপুল ভাবে পিছিয়ে গিয়েছি।’ সাগরদিঘির এই তৃণমূল নেতার বক্তব্যের ‘ভিডিয়ো’র সত্যতা ‘এই সময়’ অবশ্য যাচাই করেনি। কিন্তু জোড়াফুলের রাজ্য নেতৃত্বের একাংশের কথার সঙ্গে বিকাশের পর্যবেক্ষণ মিল যাচ্ছে। তৃণমূলের প্রথম সারির এক নেতার কথায়, ‘সুব্রত সাহার স্ত্রী অথবা পরিবারের কাউকেও যদি প্রার্থী করা হতো, তা হলেও ফল ভালো হতো। দলের একাংশ দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে মেনে নিতেই পারেননি।’

Sagardighi By election : সাগরদিঘিতে তৃণমূলের ভরাডুবির পিছনে অন্তর্ঘাত? কাটাছেঁড়ায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষে সাগরদিঘিতে অন্তত ২৩টি বুথে জোড়াফুলের এজেন্ট ছিলেন না বলে তৃণমূল নেতৃত্বের কাছে আগেই খবর এসেছে। তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার নেতাদের অভ্যম্তরীণ সমীকরণের মধ্যেই যে সাগরদিঘি বিপর্যয়ের বীজ লুকিয়ে–তা বুঝেই সিদ্দিকুল্লা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানি প্রমুখ অন্য জায়গার নেতা-নেত্রীদের ময়নাতদন্তের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Sagardighi By Poll Election: সাগরদিঘিতে বাজিমাত কংগ্রেসের, মুর্শিদাবাদে ‘লক্ষ্মীছাড়া’ তৃণমূল
রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনার কথায়, ‘দলনেত্রী যাঁদের দায়িত্ব দিয়েছেন, সবাই আমরা বৈঠক করব। জেলা নেতৃত্বের সঙ্গেও কথা বলব। দ্রুত রিপোর্ট দেওয়া আমাদের লক্ষ্য।’ সেই রিপোর্ট তৈরির আগেই জোড়াফুল-ঘনিষ্ঠ ভোটকুশলী সংস্থার সঙ্গে তৃণমূলের নিচুতলার কর্মীদের সড়গড় না হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

Trinamool Congress : ‘উনিশের পর আরেকটি শিক্ষা সাগরদিঘি’, ফেসবুকে বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ
সাগরদিঘির বোখরা-২ অঞ্চলের বুথ সভাপতি সৌভাগ্য দাসকে ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, ‘বুথে কত লিড হবে, এই নিয়ে প্রতিদিন রিপোর্ট চাইত, বাইরে থেকে যে নেতারা আসতেন তাঁদের আপ্যায়নেই সময় চলে যেত, মানুষের কাছে যাব কখন? আগে কখনও আমরা এই ভাবে ভোট করিনি।’ বিড়ি-শ্রমিকদের মজুরিবৃদ্ধির যে প্রতিশ্রুতি প্রচারের সময়ে তৃণমূল নেতৃত্ব দিয়েছেন, তার প্রভাব ইতিবাচক না নেচিবাচক–তা নিয়েও দলে ধন্দ তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *