‘স্কুলে ঢুকতে পারবেন না’, এসএসসিতে আরও চাকরি বাতিল…. Calcutta High Court orders to cancel therecruitment in SSC group C


অর্ণবাংশু নিয়োগী: ফের চাকরি বাতিল! এবার এসএসসি-র গ্রুপ সি-তে। কতজনের? ৮৪২ জন চাকরি বাতিলের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁদের মধ্যে আবার ৭৮৫ জনের নিয়োগের সুপারিশ প্রত্যাহার করতে বলা হল স্কুল সার্ভিস কমিশনকে। এরপর নিয়োগ বাতিল করবে পর্ষদ। আদালতের নির্দেশ, ‘ওই ৭৮৫ জন স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও নথি ছুঁতে পারবেন না’।

এর আগে, হাইকোর্টে গ্রুপ ডি পদে নিয়োগে বেনিয়মের কথা স্বীকার করে নিয়েছিল এসএসসি। স্রেফ ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিল নয়,৩ সপ্তাহের মধ্যে বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। চাকরি বাতিলের নির্দেশ অবশ্য বহাল রাখা হয়েছিল। কেন? সু্প্রিমে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা। কিন্তু এসএসসি গ্রুপ ডি-তে চাকরি বাতিলের নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত। সঙ্গে চাকরি বাতিলের জেরে শূন্যপদে কাউন্সেলিং-র উপর স্থগিতাদেশও।

আরও পড়ুন: Adenovirus, BJP: অ্যাডিনো ইস্যুতে পথে বিজেপি, স্বাস্থ্যভবনের সামনে ধুন্ধুমার

এদিকে গ্রুপ সি পদে সুপারিশ ছাড়া চাকরি পেয়েছেন, এমন প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করার জন্য এসএসসিকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সেই তালিকা যখন প্রকাশ করা হয়, তখন  ৮৪২ জন চাকরি বাতিলের নির্দেশ দেন তিনি।

শূন্যপদ পূরণ হবে কী করে? ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *