Abhishek Banerjee on DA Protest: দিল্লি গিয়ে DA-র বদলে বাংলার বকেয়া ফেরাতে আন্দোলন করুন: অভিষেক – abhishek banerjee comments on state government employees da protest


West Bengal Local News: ডায়মন্ড হারবারে চড়িয়াল ব্রিজ উদ্বোধনের মঞ্চ থেকে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে সঙ্গে ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার ডিএ-এর দাবি রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটের সমালোচনা শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে।

এদিন চড়িয়াল ব্রিজ উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ”আজ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ দাবিতে বনধ ডেকেছেন। কর্মনাশা বনধের দিন কিছু তো একটা ভালো হোক তাই আজ এই ব্রিজের উদ্বোধন করছি। কর্মনাশা বনধকে কেউ সমর্থন করে না। অধিকার আদায়ের জন্য কেউ বিক্ষোভ দেখাতেই পারেন কিন্তু এই কর্মসংস্কৃতি নষ্ট করা ধর্মঘট সমর্থন যোগ্য নয়।”

DA Latest News Today: ‘ডিএ দিতে পারবেন না শ্বেতপত্র প্রকাশ করে বলে দিন’, দাবি আন্দোলনকারীদের

এখানেই শেষ নয় কেন্দ্রের মোদী সরকারকে দায়ী করে বকেয়া ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ”যারা বকেয়া ডিএ নিয়ে আন্দোলন করছেন, তাদের বলব যান দিল্লি গিয়ে আন্দোলন করুন। আগে বাংলার বকেয়া ফিরিয়ে আনুন।” পশ্চিমবঙ্গের থমকে থাকা কাজগুলির কারণ হিসেবে কেন্দ্রের বকেয়া আটকে রাখাকেই দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal Government DA News Today: বকেয়া DA-র দাবিতে ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ নবান্নর

ডায়মন্ড হারবার সাংসদের দাবি, ”উন্নয়ন যাতে থমকে না থাকে তাই মুখ্যমন্ত্রী বাংলার ফান্ড থেকেই সব ব্যবস্থা করছেন। কেন্দ্র নয়, রাজ্যের টাকায় তৈরি হচ্ছে রাস্তা। ৫২ হাজার কোটি টাকা পাশ করিয়ে সমস্ত রাস্তার কাজ শুরু হচ্ছে। শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই ৭০০ রাস্তা তৈরি হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *