App Cab Kolkata : অ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভে অবরুদ্ধ রাসবিহারী, যাত্রীবাহী গাড়িতে হামলার অভিযোগ – citu app cab union protest against price hike in kolkata rashbehari


শুক্রবার সকাল থেকে একের পর এক মিছিলে অবরুদ্ধ তিলোত্তমা। SFI-এর বিধানসভা অভিযান, BJP-র অ্যাডিনোভাইরাস নিয়ে জবাবদিহির দাবিতে স্বাস্থ্যভবনে মিছিলের পর এদিন দুপুরে পথে নামে অ্যাব ক্যাব (App Cab Kolkata Protest) চালকদের সংগঠন। CITU-র নেতৃত্বে দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় স্তব্ধ করে দেয় অ্যাব ক্যাব চালকরা।

এদিন দুপুর আড়াইটে থেকে ৩টে নাগাদ রাসবিহারী মোড়ে জমায়েত করেন অ্যাব ক্যাব চালকরা। CITU ব্যানারে এই বিশাল মিছিল গাড়ি থামিয়ে পথ অবরোধ করে। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। রাসবিহারী মোড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

SFI Protest : হাওড়া-শিয়ালদায় ধুন্ধুমার, বিধানসভা অভিযানের আগেই আটক দীপ্সিতা সহ একাধিক SFI কর্মী
অ্যাব ক্যাব চালকদের বিক্ষোভে আক্রমণের শিকার হয়েছে সাধারণ যাত্রীরাও। এমনই অভিযোগ ওঠে। বাম প্রভাবিত এই বিক্ষোভকারীরা রাস্তায় দিয়ে যাওয়া একটি অ্যাবে ক্যাবে আক্রমণ করে। যাত্রী থাকা অবস্থায় গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা গিয়েছে, অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি, কমিশন কমিয়ে দেওয়ার মতো একাধিক কারণে এদিন পথে নামে CITU প্রভাবিত এই গাড়ি চালকরা। তাঁদেক দাবি প্রায় ৯০ শতাংশ অ্যাপ ক্যাব এদিন বিক্ষোভ সমর্থন করে মিছিলে নামেনি। এর পাশাপাশি চালকদের উপর যেসব কেস রয়েছে তা তুলে নেওয়ার দাবিও তোলা হয়েছে বিক্ষোভকারী গাড়ি চালকদের তরফে। রাসবিহারী থেকে মিছিল শুরু হয়ে পৌঁছয় চেতলায়। এর মধ্যে বেশ কয়েকজন চালক নিজেদের দাবিতে রাসবিহারী মোড়ে বসে পড়েন। বেশ কিছু অ্যাপ ক্যাবের উপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের হাতে ইট ছিল বলেও অভিযোগ। যা দিয়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে। তাদের বিভিন্নভাবে নিরস্ত্র করার চেষ্টা করে পুলিশ। এরপর চেতলার অ্যাপ ক্যাবের অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো ও ডেপুটেশন কর্মসূচি পালন করে গাড়ি চালকরা।

অন্যদিকে, অ্যাডিনোভাইরাসের ( Adenovirus ) আতঙ্কের মধ্যেই রাজ্যে বাড়ছে শিশু মৃত্যু। এই ইস্যুকে সামনে রেখে শুক্রবার স্বাস্থ্যভবন অভিযান করে BJP। শুক্রবার দুপুরে সল্টলেকের করুণাময়ী মোড়ে BJP কর্মী সমর্থকরা জমায়েত করে। প্রস্তুতি নিয়ে রেখেছিল বিধাননগর পুলিশও। BJP কর্মীদের দাবি, তাঁদের শান্তিপূর্ণ মিছিল এগোতে দেওয়া হয়নি। সেখানেই তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। হাজির ছিলেন BJP মহিলা মোর্চার কর্মীরাও। তাঁদেরও তোলা হয় একটি বেসরকারি বাসে। সল্টলেক করুণাময়ী মোড়ে তাঁদের সঙ্গে পুলিশের বচসা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *