ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনায় ফুটছে এলাকা। পরিস্থিতির মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডাঙাপাড়ার একটি বাগানে হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পান তাঁরা। এরপর এই ঘটনাস্থলে দেখতে পাওয়া যায় দু’জন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় নওদা থানার পুলিশকে। বোমা বিস্ফোরণের কারণে এলাকায় আতংকের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে কে বা কারা বোমা মজুত করেছে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের ধারণা, স্থানীয় বাসিন্দা মধুপুরের কাবিজুল শেখের বাড়ির পাশে বোমা বাঁধছিলেন কয়েক জন যুবক।
সে সময়েই আচমকা বিকট বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে নওদার আমতলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা দুজনকে। সেখানে মেরজুল শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আহতদের পরিবারের লোকের দাবি, ওই দুজনকে বোমা মারা হয়েছে। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই বাগানে আরও বোমা পড়ে রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের ধারণা বোমা বাঁধতে গিয়েই মৃত্যু হয়েছে একজনের। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে মুর্শিদাবাদে দুই জায়গায় বিস্ফোরণে ঘটনা ঘটেছিল। অক্টোবর মাসেই মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চর পিরোজপুর-দুই গ্রামে বোমা বাঁধার সময়ে বোমা ফেটে আহত চারজন। এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য বোমা বাঁধার কাজ করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এর আগে মুর্শিদাবাদ জেলার রানিনগর এলাকাতেও বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে রানিনগর এলাকার কতলামারি এলাকায়।