DA protest In West Bengal: বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে শিক্ষকেরা, বিশেষ ভূমিকায় নামলেন পরিচালন সমিতির সভাপতি – school management president take class in absence of teachers due to da protest in west bengal


West Bengal Local News: কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ এবং শূন্যপদ পূরণের দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে চলছে সরকারি কর্মচারীদের একাংশের ডাকা ধর্মঘট। বকেয়া ডিএ-র দাবিতে সেই ধর্মঘটে সামিল রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকেরাও। আর এর জেরেই এদিন সমস্যায় রাজ্যের একাধিক সরকারি স্কুলের পড়ুয়ারা। কিন্তু হুগলির পাণ্ডুয়ার বৈঁচি বিহারী লাল মুখোপাধ্যায় উচ্চ বিদ্যালয়ে দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র।

বৈঁচি বিহারী লাল মুখোপাধ্যায় উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা মোট ২৪ জন । তারা প্রত্যেকেই স্থায়ী শিক্ষক। ধর্মঘটের ডাকে সারা দিয়ে এদিন স্কুলে আসেননি কেউই। এদিনের অনুপস্থিতির কথা বৃহস্পতিবারই স্কুল পরিচালন সমিতির সভাপতি সুনীল মুখোপাধ্যায়কে মৌখিক ভাবে জানিয়ে দেন শিক্ষকেরা।

DA Protest In West Bengal : DA-র দাবিতে ধর্মঘট, দত্তপুকুরের স্কুলে ৩৪ শিক্ষকের মধ্যে হাজির মাত্র ৫! ক্ষুব্ধ অভিভাবকরা

এদিন সেই ঘোষণা মতোই স্কুলে আসেননি কোনও শিক্ষক। উপস্থিত ছিলেন শুধুমাত্র চার জন আংশিক সময়ের শিক্ষক। তাদের নিয়ে পরিচালন সমিতির সভাপতি পড়ুয়াদের পড়ানো শুরু করেন। তাদের জন্য মিড ডে মিল-এরও ব্যবস্থা করেন।

এদিনের ঘটনায় সভাপতি বলেন, ”বৃহস্পতিবারই শিক্ষকেরা বলল ধর্মঘট করবে। আমি বললাম স্কুল চালু থাকবে এবং মিড ডে মিলও হবে। সেই মত অস্থায়ী শিক্ষকরা তাদের সাধ্য মত ক্লাস করেন। আমিও কয়েকটা ক্লাস নিয়েছি।আগে শিক্ষকতা করতাম ।অনেক দিনের অনভ্যাসে কিছুটা ভুলে গিয়েছি। তবে যা জানি তাই পড়িয়েছি।”

DA Protest Latest News : ধর্মঘটেও সব সচল রাখতে তৎপর প্রশাসন, শাসকদল

অন্যদিকে, অস্থায়ী শিক্ষকদের ডিএ-এর কোনও বিষয় নেই। তাই তারা অন্যদিনের মতোই এদিনও স্কুল এসেছিলেন। তবে ২৪ জনের বদলে মাত্র ৪ জন শিক্ষক এদিন গোটা স্কুল, মিড ডে মিল সামলাতে হিমশিম খেয়ে যান।

অস্থায়ী শিক্ষক অর্পণ মল্লিক বলেন, ‘স্কুলে পড়ুয়ার যে সংখ্যা সেই অনুপাতে শিক্ষক আসেনি তাই সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি ক্লাস চালু রাখার।”

West Bengal Government DA News Today: বকেয়া DA-র দাবিতে ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ নবান্নর

প্রধান শিক্ষক প্রবীর কুমারের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ”ধর্মঘট সমর্থন করে আমরা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা কেউ স্কুলে যায়নি। পরিচারন সভাপতি এবং আংশিক সময়ের শিক্ষকরা স্কুলে ক্লাস করিয়েছেন শুনেছি। মিড ডে মিলও চালু আছে। পড়ুয়াদের এতে কোনও অসুবিধা হয়নি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *