DA Protest In West Bengal : DA-র দাবিতে ধর্মঘট, দত্তপুকুরের স্কুলে ৩৪ শিক্ষকের মধ্যে হাজির মাত্র ৫! ক্ষুব্ধ অভিভাবকরা – duttapukur school da protest 5 teachers were presented


DA Protest Latest News : ডিএ নিয়ে কর্মবিরতির প্রভাব পড়ল স্কুলে ? স্কুলে রয়েছেন মোট ৩৪ জন শিক্ষক, সেখানে শুক্রবার উপস্থিত হয়েছেন প্রধান শিক্ষক সহ মাত্র ৫ জন। বাধ্য হয়েই ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন অভিভাবকরা। এমনই চিত্র উত্তর ২৪ পরগনার দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকরা তাঁদের ব্যক্তিগত কারণে স্কুলে উপস্থিত হননি বলে দাবি প্রধান শিক্ষকের। অন্যদিকে, স্কুলে এসেও পর্যাপ্ত ক্লাস না হওয়ায় ক্ষুব্ধ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।

Cooch Behar News : মাত্র ১ জন শিক্ষক, একসঙ্গে চলে ২ শ্রেণির ক্লাস! স্কুলে গিয়ে অবাক বিধায়ক
শুক্রবার দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন মাত্র ৫ জন শিক্ষক। বন্ধ থাকে একাধিক ক্লাস। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে জানতে চান কেন শিক্ষকরা আসেননি ? জানা গিয়েছে, এই বিদ্যালয়ে মোট ৩৪ জন শিক্ষক আছেন। তার মধ্যে প্রধান শিক্ষক সহ ৫ জন বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। এই খবর জানতে পেরেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব এসে প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ শুরু করে।

Junior High School : ক্লাসরুম আছে, ছাত্র-ছাত্রী নেই! বন্ধের মুখে দক্ষিণ ২৪ পরগনার স্কুল
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা নিজেদের ছেলেমেয়েদের বাড়ি নিয়ে যাওয়ার দাবি করেন। নিরাপত্তাহীনতায় ভুগছে তাঁরা, এমনটাই দাবি করেন অভিভাবকরা। অনেকেই গতকাল স্কুলে আসেনি। ফলে এমন পরিস্থিতি হবে তাঁদের জানা ছিল না বলে জানান তাঁরা। তবে স্কুলে আসার পর স্কুল ছুটি না দেওয়ায় অভিভাবকরা ক্ষুব্ধ বলে জানান। এক অভিভাবক বলেন, “আমরা কার ভরসায় সন্তানদের বিদ্যালয়ে ছেড়ে যাব ? কারণ বিদ্যালয়ে শিক্ষক নেই বললেই চলে।”

Teacher Recruitment : বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের, দক্ষিণ ২৪ পরগনায় ২০০০ প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত
অন্যদিকে, প্রধান শিক্ষক জানান, যেসব শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত হয়েছে সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে তিনি কিছু বলতে পারেন না। তিনি মিড ডে মিল পর্যন্ত স্কুল চালু রাখবেন, পরে ছুটি দিয়ে দেবে বলে জানান। প্রধান শিক্ষক সময় গঙ্গোপাধ্যায় বলেন, “শিক্ষকরা কেন আসেননি তা তাঁদের ব্যক্তিগত বিষয়। আমার কিছু বলার নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যেভাবে বলবে, আমি এর বিরুদ্ধে সেভাবে পদক্ষেপ নেব।”

DA Protest Latest News : ধর্মঘটেও সব সচল রাখতে তৎপর প্রশাসন, শাসকদল
স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েতের তরফ থেকে গিয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। তাঁদের দাবি, সরকার আজ কোন ছুটি ঘোষণা করেনি। তাহলে কী করে শিক্ষকরা ছুটি করল? পাশাপাশি স্কুলের ছাত্র সংখ্যা দিনদিন কমছে কেন ? এ সম্বন্ধেও জিজ্ঞাসা করা হয় প্রধান শিক্ষকের কাছে। তবে প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে কিছু বলতে রাজি হননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *