DA Protest Latest News : বাইরে ধর্মঘটে সামিল ৩৩ শিক্ষক, ১০ পড়ুয়াকে নিয়েই ২ শিক্ষকের ক্লাস চলল খড়গপুরের স্কুলে – da protest kharagpur school 33 teachers protested but schools continuing


High School : স্কুলে উপস্থিত হলেন মাত্র দুইজন শিক্ষক। স্কুলের বাইরে ধর্মঘটে মোট ৩৩ জন শিক্ষক। এমনই চিত্র দেখা গেল খড়গপুর শহরের অতুলমণি পলিটেকনিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তবে স্কুলের ক্লাস যে খুব একটা হবে না, এরকমটা বোধহয় বুঝেই গিয়েছিল পড়ুয়া ও তাদের অভিভাবকরা। সর্বসাকুল্যে মোট ১০ জন ছাত্র এদিন স্কুলে উপস্থিত হন। ১০ জন ছাত্রকে নিয়েই চলল স্কুল।

DA protest In West Bengal: বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে শিক্ষকেরা, বিশেষ ভূমিকায় নামলেন পরিচালন সমিতির সভাপতি
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের অতুলমণি পলিটেকনিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮ জন শিক্ষক, শিক্ষিকা রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক সহ দুজন শিক্ষক উপস্থিত ছিলেন। বাদ বাকি ৩৬ জন শিক্ষক-শিক্ষিকা আজ সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘটকে সমর্থন জানিয়ে স্কুলের বাইরে অবস্থান ধর্মঘট করেন।

DA Protest In West Bengal : DA-র দাবিতে ধর্মঘট, দত্তপুকুরের স্কুলে ৩৪ শিক্ষকের মধ্যে হাজির মাত্র ৫! ক্ষুব্ধ অভিভাবকরা
স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা মোট ১২০০ জন। ধর্মঘটের কারণে মাত্র ১০ জন ছাত্র আজ স্কুলে পৌঁছায়। সেই ১০ জন ছাত্রকেই পঠন-পাঠন দিলেন প্রধান শিক্ষক সহ আর এক শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষক বলেন, ” আমাদের স্কুলে আজ ৩৩ জন শিক্ষক এবং ৩ জন শিক্ষাকর্মী আজকে অনুপস্থিত আছেন। তবে আমি এবং সহকারী প্রধান শিক্ষক উপস্থিত আছি। যে কয়জন ছাত্র ছাত্রী এসেছে তাঁদেরকে ক্লাস করাচ্ছি। এমনকি আমরা এদের মিড দে মিলও দেব। সাড়ে চারটে পর্যন্ত স্কুল চলবে।”

DA Protest Latest News : ধর্মঘটেও সব সচল রাখতে তৎপর প্রশাসন, শাসকদল
এদিনকে সকাল থেকেই ৩৩ জন শিক্ষককে স্কুলে অনুপস্থিত হতে দেখা যায়। তাঁরা কি ডিএ নিয়ে ধর্মঘট সমর্থন করে স্কুলে অনুপস্থিত হয়েছেন ? এই প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক জানান, ” সেটা তো আমি বলতে পারব না। ওঁরা কোথায় ধর্মঘট করছেন। অফিসিয়ালি এরকম কোনও খবর আমার কাছে নেই। আমি এবং সহকারী প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত হয়েছি। রেজিষ্টার অনুযায়ী ৩৩ জন শিক্ষক আজকে অনুপস্থিত আছেন।”

Teacher Recruitment : বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের, দক্ষিণ ২৪ পরগনায় ২০০০ প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত
অন্যদিকে, ধর্মঘটরত এক শিক্ষক মলয় জানা বলেন, “আমাদের বকেয়া ডিএ দিতে হবে। স্কুলের একাধিক শূন্যপদে নিয়োগ করতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। এরকম একাধিক দাবি নিয়ে আজ আমরা ধর্মঘটকে সমর্থন জানাচ্ছি।” তিনি জানান, আজকে কেউ স্কুলে ঢোকেনি, সই করেনি, এভাবেই সমস্ত শিক্ষকরা প্রতিবাদ জানিয়েছে।

DA Strike In West Bengal : ‘এটা শেষ কথা নয়, পরে সমস্যা হলে…’! শিক্ষিকাদের হুঁশিয়ারি মন্ত্রীর
উল্লেখ্য, ডিএ নিয়ে ধর্মঘটের বিরুদ্ধে আগেই কড়া অবস্থান গ্রহণ করেছিল রাজ্য সরকার। গতকালই নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, নির্দিষ্ট কারণ না দেখিয়ে শুক্রবার কোনও সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না। স্কুল-কলেজ-সহ যাবতীয় সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠান ওই দিন পূর্ণ সময় খোলা থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *