Group C Recruitment Scam: ৭ প্রশ্নের উত্তর দিয়ে স্কুলে চাকরি? দুর্নীতির অভিযোগ উঠতেই বেপাত্তা তৃণমূল কাউন্সিলর – diamond harbour trinamool congress leader amit saha name drag in group c recruitment scam


গ্রুপ ডির পর এবার গ্রু সি! ২০১৬ সালের গ্রুপ সির তিন হাজার ৪৭৭ জনের OMR শিটের তালিকা প্রকাশ করেছে SSC। তাদের মধ্যে তিন হাজার ১১৫ জনের OMR-এ গোলমাল ধরা পড়েছে। এদিকে, এবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল ডায়মন্ডহারবার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহার। তিনি জালিয়াতি করে হটুগঞ্জ গার্লস হাইস্কুলে চাকরি পান বলে অভিযোগ তুলেছে BJP। স্থানীয় BJP নেতৃত্বের দাবি, অযোগ্যদের তালিকায় রয়েছে এই নেতার নাম।

এদিকে, অমিতের বিরুদ্ধে যখন BJP-এই অভিযোগ তুলছে সেই সময় তাঁর বাড়িতে তালা। তিনি এখন কোথায়? এই বিষয়ে কোনও আলোকপাত করতে পারেননি তাঁর প্রতিবেশীরা। অমিত ডায়মন্ডহারবার টাউনের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও। একসময় ছাত্রনেতা ছিলেন তিনি।

Primary TET Scam : সিবিআই চাইলে রাজসাক্ষীতে রাজি তাপস ও নীলাদ্রি, কেন হতে যাব? পালটা কুন্তল
ডায়মন্ডহারবার BJP সাংগঠনিক জেলার সভাপতি সুফল ঘাঁটু এদিন এই তৃণমূল নেতাকে কটাক্ষ করে বলেন, “আর সামান্য ধৈর্য্য ধরলে শয়ে শয়ে অমিত বার হবে। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তারা বাংলার লাখ লাখ যোগ্য পরীক্ষার্থীকে বঞ্চিত করেছে।এই সরকারের আমলে চাকরি বিক্রি হয়েছে।”

BJP-র অভিযোগ, সাতটি প্রশ্নের উত্তর দিয়েই তিনি চাকরি পেয়েছেন। এদিকে এই ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি স্থানীয় নেতারা। বিষয়টি নিয়ে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন। এই নিয়ে কোনও মন্তব্য করব না।” অন্যদিকে, যে অমিতের বিরুদ্ধে এই যাবতীয় অভিযোগ উঠছে তাঁর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু, ফোন তোলেননি তিনি।

ED on Tejashwi Yadav: পাটনার পর দিল্লি, রেলে নিয়োগ দুর্নীতি মামলায় লালু-পুত্র তেজস্বীর বাড়িতে ED-র হানা
এই নেতার নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, SSC-র প্রকাশিত তালিকার মধ্যে ৩১১৫ জনের OMR-এ গোলমাল ধরা পড়ে। তাঁদের মধ্যে ৭০ থেকে ৮০ জনের নম্বর সমানো হয়েছিল বলে সূত্রের খবর। অর্থাৎ তাঁরা ‘যোগ্য’ বলেও ‘অযোগ্য’ প্রমাণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

Asha Karmi Recruitment Scam : শিক্ষকের পর আশা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ বনগাঁর স্বাস্থ্যকেন্দ্রে
পাশাপাশি ৩৬২ জন পরীক্ষার্থীর OMR শিটে কোনও সমস্যা নেই বলেই জানা গিয়েছে। এদিকে এই তালিকা প্রকাশের পর কি এবার গ্রুপ সি মামলাতেও চাকরি হারাতে চলেছেন কর্মীদের একাংশ? এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, আদালতের নির্দেশে ওই তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানাবে আদালত। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনকে এই তালিকা প্রকাশের সময় বেঁধে দিয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed