Kolkata To Bengaluru Flight : বেঙ্গালুরুগামী বিমানের টয়লেটে ধূমপান, বাঙালি তরুণীর কাণ্ডে মাঝ আকাশে হুলস্থুল – kolkata girl caught smoking inside toilet of kolkata bengaluru indigo flight arrested


মাঝ আকাশে বিমানের টয়লেটে ধূমপান করছিলেন বাঙালি তরুণী। ধরা পড়তেই হইহই কাণ্ড। ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে বেঙ্গালুরুগামী একটি ইন্ডিগোর বিমানে। জানা গিয়েছে, প্রিয়াঙ্কা চক্রবর্তী নামে এক যাত্রী উড়ান চলাকালীনই টয়লেটে সিগারেট খাচ্ছিলেন। ধোঁয়া দেখতে পেয়ে বিষয়টি বুঝতে আর দেরি হয়নি ক্রু সদস্যদের। ঘটনায় গ্রেফতার করা হয় ওই মহিলা যাত্রীকে।

Pee Gate Case: মাঝ আকাশে মত্ত অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব, এয়ার ইন্ডিয়ার স্মৃতি ফিরল মার্কিন উড়ানে

ঠিক কী ঘটেছিল ইন্ডিগোর বিমানে?

কলকাতা থেকে বেঙ্গালুরুগামী একটি ইন্ডিগোর বিমানে হুলস্থুল কাণ্ড বাঁধালেন এক বাঙালি তরুণী। ৫ মার্চ রাত ৯টা বেজে ৫০ মিনিটে ২৪ বছরের প্রিয়াঙ্কা চক্রবর্তী ইন্ডিগোর ফ্লাইট নম্বর 6E 716-তে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন। উড়ানের মাঝেই প্রিয়াঙ্কা বিমানের টয়লেটে গিয়ে ধূমপান শুরু করেন। ধোঁয়া দেখে সন্দেহ হয় সকলেরই।

Kolkata To Dhaka Flight : কলকাতা থেকে উড়ে মাঝ আকাশে ফাটল চাকা, বরাতজোরে রক্ষা বিমানের
এরপরই ফ্লাইট ক্যাপ্টেন প্রিয়াঙ্কাকে দরজা খুলতে বলেন, এবং তাকে হাতে নাতে তিনি ধরে ফেলেন। টয়লেটের দরজা খুললে ডাস্টবিনে একটি সিগারেট পড়ে থাকতে দেখা যায়। বেঙ্গালুরুতে বিমান অবতরণের পরই পুলিশ তাকে আটক করে তাঁকে। বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিক কে শঙ্করের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রিয়াঙ্কাকে গ্রেফতার করে। পরে অবশ্য তিনি জামিনও পেয়ে গিয়েছেন বলে খবর।

Air India Incident : শৌচালয়ে ধুমপান-সহযাত্রীর কম্বলে প্রস্রাব! একের পর এক ঘটনায় এয়ার ইন্ডিয়াকে শোকজ
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার (Air India) ১৪২ নম্বর এয়ার ইন্ডিয়ার প্যারিস-নিউ দিল্লির বিমানে শৌচাগারের মধ্যে বসে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন এক যাত্রী। অন্যদিকে, ওই বিমানেই এক মত্ত যাত্রী পাশের সহযাত্রীর আসন খালি দেখে তাঁর কম্বলের মধ্যে প্রস্রাব করে দেন। অভিযোগ পাওয়া মাত্রই এয়ার ইন্ডিয়ার থেকে এই ধরণের ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠায় DGCA। নিয়ামক সংস্থার তরফে উড়ান সংস্থার বিরুদ্ধে শোকজ নোটিস ইস্যু করা হয় গত ৫ জানুয়ারি। নোটিসে বলা হয়, এই ধরণের ঘটনায় অভব্য আচরণ করা যাত্রীদের ক্ষেত্রে যা পদক্ষেপ গ্রহণ করা উচিত, তা করেনি এয়ার ইন্ডিয়া। এই কারণেই এয়ার ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে শোকজ নোটিস ধরানো হয়।

Indigo Flight : এবার মদের বোতল হাতে ইন্ডিগো বিমানে তাণ্ডব, গ্রেফতার ২ যাত্রী
Civil Aviation Requirements (CAR) Section -3, Series-M, Part-VI নিয়ম অনুযায়ী, কোনও বিমানে যাত্রীদের ধূমপান করার অনুমতি নেই। সিগারেটের প্যাকেট সঙ্গে রাখা গেলেও কোনও লাইটার কিংবা দেশলাই নিয়ে উড়ানে যেতে পারবেন না যাত্রীরা। ই-সিগারেট সম্পূর্ণ ব্যান। এ ছাড়াও বিমানের মধ্যে কোনও যাত্রী যদি অশালীন আচরণ করেন, তবে ল্যান্ডিংয়ের ১২ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যথাযথ অভিযোগের ভিত্তিতে সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে একটি তিন সদস্যের কমিটি তৈরি করতে হবে। এই কমিটিতে থাকবেন একজন জেলা কিংবা নগর দায়রা আদালতের বিচারক, অন্য কোনও বিমান সংস্থার প্রতিনিধি, ক্রেতা/গ্রাহক সুরক্ষা বিভাগের একজন প্রতিনিধি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *