Primary TET Scam : সিবিআই চাইলে রাজসাক্ষীতে রাজি তাপস ও নীলাদ্রি, কেন হতে যাব? পালটা কুন্তল – primary tet scam tapas mondal and niladri ghosh agreed to become witness but kuntal ghosh disagreed


এই সময়: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষের রাজসাক্ষী হতে আপত্তি নেই বলে বৃহস্পতিবার আলিপুর আদালতে জানালেন তাঁদের আইনজীবীরা। তাপস, নীলাদ্রি ছাড়াও এই মামলায় গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষকে এ দিন জেল হেফাজত থেকে কোর্টে পেশ করা হয়।

SSC Scam In Bengal : ‘প্যাথেটিক’, সিবিআই-তদন্তে উষ্মা কোর্টের
সেখানে সওয়াল-জবাবের সময়ে অভিযুক্তদের আইনজীবীরা বিচারককে জানান, সিবিআই যদি মনে করে, তাপস ও নীলাদ্রিকে ‘রাজসাক্ষী’ করবে, তা হলে কোনও অসুবিধা নেই। তাঁরা আইনি সাহায্যে প্রস্তুত। যদিও ব্যতিক্রম কুন্তল। তিনি এ দিন আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘কেন আমি রাজসাক্ষী হতে যাব? কোনও দোষই তো করিনি।’

Recruitment Scam : কুন্তল: প্রতারিতদের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু সিবিআইয়ের
তিন জনকেই আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে তোলা হয় বৃহস্পতিবার। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে কি না, সে ব্যাপারে সিবিআইয়ের আইনজীবীদের কাছে জানতে চান বিচারক। প্রাথমিকে শিক্ষক নিয়োগের তদন্তকারী অফিসারের সঙ্গেও কথা বলেন বিচারক।

Bonny Sengupta ED Summon : একদিন আগেই হাজিরা, তলব করতেই CGO কমপ্লেক্সে বনি সেনগুপ্ত
পাশাপাশি যাঁদের বয়ান নেওয়া হচ্ছে, তাঁদের ‘স্টেটাস’ কী, তাঁরা অভিযুক্ত না সাক্ষী, বিচারক তা-ও স্পষ্ট করতে বলেন। তাঁর বক্তব্য, ‘যাঁদের ধরা হয়েছে, তাঁদের গোপন জবানবন্দি (ভারতীয় ফৌজদারি আইনের ১৬৪ ধারা অনুযায়ী) কি নেওয়া হয়েছে? যাঁদের জেরা করা হয়েছে, তাঁদের বয়ান কি রেকর্ড করা হয়েছে?’ সিবিআইয়ের কৌঁসুলি বলেন, ‘বড় ষড়যন্ত্র হয়েছে। সাক্ষীদের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

Primary TET : কেন টাকা দেন কুন্তল? ফের ডাক সোমাকে
কিন্তু কিছু ক্ষেত্রে তাঁরা ভুল পথে চালিত করছেন। আমরা সে জন্য সতর্ক ভাবে এগোচ্ছি। কোথা থেকে, কার মাধ্যমে টাকা এসেছে, কোথায় গিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।’ রাজসাক্ষী বা অ্যাপ্রুভার চিহ্নিত করা গিয়েছে কি না, তা-ও সিবিআইয়ের কাছে জানতে চান বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। নীলাদ্রি এবং তাপসের আইনজীবীরা বলেন, ‘আমাদের (মক্কেলদের) অসুবিধা নেই। রাজসাক্ষী হতে কোনও সমস্যা নেই।’

কুন্তলের আইনজীবী শেখ মেহেদি নওয়াজের বক্তব্য, ‘হাইকোর্টের নির্দেশে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বোর্ডের কতজন অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই? কুন্তল ঘোষ তো প্রাথমিক শিক্ষা পর্ষদের কেউ নন। তাঁর চাকরি দেওয়ারও ক্ষমতা নেই। তা হলে তাঁকে কেন আটকে রাখা হয়েছে? সিবিআই নিজের ব্যর্থতা ঢাকার জন্য এমন করছে।

Gopal Dalapati : প্রশ্ন সাজানো হচ্ছে গোপালের জন্য? এখনই জিজ্ঞাসা নয় হৈমন্তীকে
‘ নীলাদ্রির হয়েও সওয়াল করে মেহেদি বলেন, ‘একজন মধ্যস্থতাকারী হিসেবে আমার মক্কেলকে দেখানো হচ্ছে। কিন্তু তাঁর কাছ থেকে কি কিছু পাওয়া গিয়েছে? যে কোনও শর্তে দু’জনকে জামিন দেওয়া হোক।’ তাপসের আইনজীবী দীপ্তাংশু বসু এ দিন বলেন, ‘মক্কেলকে যতবার ডাকা হয়েছে, তিনি গিয়েছেন। নতুন করে কোনও তথ্য পাওয়া যায়নি। তিনি প্রাথমিক বোর্ডের সদস্যও নন। তা হলে কী ভাবে প্রমাণিত হলো তিনি চাকরি দিয়েছেন? আমার মক্কেলেরও কোনও অসুবিধা নেই রাজসাক্ষী হতে।’

Suvendu Adhikari On Bonny : বনির সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই: শুভেন্দু অধিকারী
এই যুক্তি খারিজ করে সিবিআইয়ের কৌঁসুলি বলেন, ‘অযোগ্য প্রার্থীদের থেকে টাকা তোলার পর কুন্তল এবং অন্য রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে পৌঁছে দিয়েছেন তাপস। তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ তাপসের শারীরিক পরিস্থিতি নিয়ে ফের বিচারকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তাঁর আইনজীবীরা। তাঁরা জানান, তাপস গুরুতর অসুখে ভুগছেন। তাঁর নিয়মিত ওষুধ প্রয়োজন। জেলে তাপসের যথাযথ চিকিৎসা হচ্ছে না বলেও জানানো হয়। যদিও এ দিন তিন জনেরই জামিনের আর্জি খারিজ করে ২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *