Purba Medinipur News : জাতীয় সড়কে উলটে গেল ভোজ্য তেল বোঝাই ট্রাক, তেল কুড়োতে হুড়োহুড়ি – haldia truck loaded with edible oil overturned on the national highway


Haldia News : বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা হলদিয়া মেচেদা জাতীয় সড়কে। ভোজ্যতেল বোঝাই ট্রাক উলটে জখম দুই। ট্রাক উলটে যেতেই শুক্রবার সাত সকাল তেল কুড়তে হুড়োহুড়ি স্থানীয়দের। বিশৃঙ্খলা ১১৬ নং জাতীয় সড়কে। ট্রাক উলটে যাওয়ার কারণে ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে হাজির হয় নন্দকুমার থানার পুলিশ। পুলিশের তৎপরতায় ট্রাকটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। যান চলাচল স্বাভাবিক করা হয়।

Nadia News : পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, গুরুতর জখম নদিয়ার ওসি সহ ৩ পুলিশ কর্মী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোজ্যতেল বোঝাই ট্রাক হলদিয়া যাওয়ার পথে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে ফতেপুরের কাছে উলটে যায়। ঘটনায় আহত হয় গাড়ির চালক ও খালাসি। স্থানীয়দের চেষ্টায় তাঁদের উদ্ধার করে নন্দকুমারের খেজুর বেড়িয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

Baruipur Road Accident : বারুইপুরে গাড়ি -বাইকের সংঘর্ষে মৃত ১, চালক পলাতক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ভোজ্যতেল বোঝাই ওই ট্রাক দ্রুতগতির সঙ্গে জাতীয় সড়ক ধরে হলদিয়ার অভিমুখে যাচ্ছিল। যাওয়ার সময় নন্দকুমার থানা এলাকার ফতেপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ট্রাক থেকে ভোজ্যতেল রাস্তার উপর ছড়িয়ে পড়ে। সকালের আলো ফুটে উঠতেই এলাকার মানুষ খবর পেয়ে তেল কুড়তে শুরু করে। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। ট্রাকটি কোথা থেকে কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

Road Accident : উৎসবের দিনে গতির বলি তরতাজা প্রাণ, হাওড়ায় ৩ টি পৃথক বাইক দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাতে হলদিয়ার দিকে যাচ্ছিল ভোজ্য তেল বোঝাই ট্রাকটি। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি কোনওভাবে উলটে যায়। স্থানীয় কিছু লোকজন ট্রাক উলটে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন। ঘটনাস্থলে দেখা যায় চালক ও খালাসি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের প্রচেষ্টায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

Coal Trafficking : গোরুর গাড়িতে করে কয়লা পাচারের চেষ্টা, দুবরাজপুরে অভিযান পুলিশের
অন্যদিকে, রাতের অন্ধকারে সেভাবে বোঝা না গেলেও সাত সকালে ঘটনাস্থলে হাজির হয় প্রচুর এলাকাবাসী। উলটে যাওয়া ট্রাক থেকে ভোজ্য তেল সংগ্রহের জন্য জার বা পাত্র নিয়ে এসে ভোজ্য তেল সংগ্রহ করতে শুরু করে। ঘটনাস্থলে প্রচুর ভিড় জমে যায়। তৈরি হয় বিশৃঙ্খলা। নন্দকুমার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসে ট্রাকটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে।

Dankuni News : ডাব পাড়তে গাছে উঠেই অসুস্থ ব্যক্তি, আসল দমকল! হুলস্থূল কাণ্ড ডানকুনিতে
ট্রাক উলটে যাওয়ার কারণে জাতীয় সড়ক যান চলাচল ব্যাহত হয়। পুলিশের প্রচেষ্টায় জাতীয় সড়কে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়। ট্রাকের চালক ও খালাসির খেজুর বেড়িয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। তবে দুর্ঘটনায় আর কেউ আহত হননি বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *