SFI Protest : ‘রাজ্য সরকার ভয় পেয়েছে…’, দীপ্সিতা সহ একাধিক SFI সমর্থকদের গ্রেফতার নিয়ে মন্তব্য সুজনের – sujan chakraborty criticizes sfi protesters arrest case


Dipshita Dhar : এসএফআইয়ের বিধানসভা অভিযান শেষ হওয়ার আগেই হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার এসএফআই নেত্রী দীপ্সিতা ধর সহ ৩৭ জন সমর্থক। হাওড়া স্টেশনে থেকে এসএফআই সমর্থকদের গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। ধৃতদের নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়। এদিন বিধানসভা অভিযানের কর্মসূচির জন্য বর্ধমান, হাওড়া, হুগলির এসএফআই সমর্থকরা হাওড়া স্টেশনে এসে হাজির হন।

SFI Rally : পুলিশি ব্যারিকেডের বজ্র আঁটুনি ফসকা গেরো প্রমাণ করে বিধানসভার গেটে বাম ছাত্র নেতা-কর্মীরা
মিছিল শুরুর আগেই এসএফআইয়ের একাধিক সমর্থককে গ্রেফতার করা হয়। গ্রেফতারির চরম সমালোচনা করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
শুক্রবার বিকেলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী শিবপুর থানায় আসেন। তিনি এই গ্রেফতারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “রাজ্য সরকার ভয় পেয়েছে। তবে পুলিশ যতই বাধা দিক ওরা বিধানসভা অবধি পৌঁছে গিয়েছে। এজন্য ওদের স্যালুট জানাই।” যদিও শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। সে কারণে উভয় জায়গা থেকেই এসএফআই সমসার্থকদের মিছিল শুরু আগেই গ্রেফতার করে নেওয়া হয়।

SFI Protest : হাওড়া-শিয়ালদায় ধুন্ধুমার, বিধানসভা অভিযানের আগেই আটক দীপ্সিতা সহ একাধিক SFI কর্মী
এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, “মিছিল করবে এতে আবার পারমিশনের কী প্রয়োজন ? মিছিল করতে গেলে ধক লাগে। সেটা আমাদের ছেলেমেয়েদের যে আছে, তা আজ দেখিয়ে দিয়েছে। শুক্রবার সকাল থেকেই হাওড়া স্টেশনে জড়ো হতে শুরু করেন এসএফআইয়ের সমর্থক, সদস্যরা। উল্টোদিকে, পুলিশও মিছিল আটকানোর জন্য সবরকম ব্যবস্থা নেয়। হাওড়া স্টেশন চত্বর ঘিরে ফেলে পুলিশ বাহিনী। নামানো হয় র‌্যাফ, কমব্যাট ফোর্স।

Student Agitation : ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত মেদিনীপুর কলেজ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে TMCP-DSO হাতাহাতি
এদিন মিছিলের শুরুতেই পুলিশ আটকানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনে অংশগ্রহণকারীদের। ফাঁক গোলে কিছু এসএফআই সমর্থক বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। হাওড়া স্টেশন থেকেই দীপ্সিতা ধর সহ মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মূলত, রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন-সহ একাধিক দাবি নিয়ে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই। কর্মসূচিতে ঠিক করা হয় হাওড়া এবং শিয়ালদা থেকে দুটি মিছিল করে বিধানসভার দিকে যাবে। কিন্তু সেই মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।

App Cab Kolkata : অ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভে অবরুদ্ধ রাসবিহারী, যাত্রীবাহী গাড়িতে হামলার অভিযোগ
তবে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য মিছিল করার ব্যাপারে জোর বার্তা দেন। এদিন বেশ কিছু এসএফআইয়ের সমর্থক পুলিশের গন্ডি পেরিয়ে বিধানসভার সামনে চলে যায়। বিধানসভার গেট ধরে ঝুলতে থাকে। সেখানেও একাধিক সমর্থককে গ্রেফতার করা হয়। মিছিল নিয়ে এদিন সৃজন বলেন, “মিছিল প্রসঙ্গে বলেন, “পুলিশ বলেছিল মিছিল করতে দেবে না। আমরা মিছিল করেছি। বিধানসভায় যেতে দেব না বলেছিল। কিন্তু আমরা পৌঁছে প্রমাণ করেছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *