SSC Scam: প্রাথমিকের পর Grp-C চাকরি বাতিল তালিকাতে নাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের – tmc ex councilor name allegedly present in group c fake candidates list


Teacher Recruitment Scam: প্রাথমিক, উচ্চ প্রাথমিকের পর এবার দুর্নীতির অভিযোগে গ্রুপ সি নিয়োগেও চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেই দুর্নীতিতেও ফের নাম জড়াল শাসক দলের প্রতিনিধির। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন নিয়োগে অনিয়মের জেরে গ্রুপ-সি তেও কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন।

এসএসসি-র গ্রুপ সি নিয়োগেও দেদার দুর্নীতির অভিযোগ উঠেছে। OMR শিট কারচুপি থেকেই তা স্পষ্ট বলে মত আদালতের। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন যে ৩ হাজার ৪৭৭ জনের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে ৩ হাজার ১১৬ জন চাকরি প্রাপকের নাম রয়েছে ওএমআর শিট বিকৃত কাণ্ডে। সেই দুর্নীতিতে এবার নাম জড়িয়েছে উত্তর ২৪ পরগনার বারাসতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দোলন বিশ্বাসের।

Calcutta High Court: এবার গ্রুপ সি, ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

অভিযোগ, ওএমআর শিট বিকৃত করে স্কুলের গ্রুপ ‘সি’-পদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে তৃণমূলের ডাকাবুকো নেত্রী দোলন বিশ্বাসকে। এমনকী অভিযোগ উঠেছে যখন তিনি চাকরি পেয়েছিলেন, তখন তিনি শাসকদলের কাউন্সিলর পদে ছিলেন।

আবারও নিয়োগ দুর্নীতিতে শাসক দলের সদস্যের নাম জড়ানোয় উঠছে প্রশ্ন। কার সুপারিশে চাকরি পেলেন তিনি! নিজের ক্ষমতার অপব্যবহার?নাকি তাঁর নিয়োগের পিছনে বড় কোনও মাথার হাত রয়েছে? তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। চাকরি বাতিল প্রার্থীদের তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার সদর শহর বারাসতে।

Group C recruitment Scam : কোন ‘জাদুতে’ ৪০ নম্বর হয়ে গেল ১০? গ্রুপ সি-দের OMR শিট প্রকাশের নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে নিয়োগ দুর্নীতি মামলায়। সম্প্রতি, ১৯১১ জন গ্রুপ ডি চাকরিপ্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলার চাকরির বিনিময়ে টাকার লেনদেনের তদন্তে নেমে একের পর এক সন্দেহভাজনকে গ্রেফতার করছে ইডি। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় হুগলি বলাগড়ের আরেক যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের আধিকারিকরা।

রাজ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে বারবার শাসক দলের প্রতিনিধিদের নাম জড়ানোয় ব্যাপক অস্বস্তিতে তৃণমূল। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই বিষয়টিকেই হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *