Anupam Kher : বিশ্বভারতীর আলোচনায় আমন্ত্রণ অনুপম খেরকে – anupam kher is invited to visva bharati university


এই সময়, শান্তিনিকেতন: বিশ্বভারতীর ‘লেকচার সিরিজ’-এ আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড অভিনেতা অনুপম খেরকে। আগামী ১৩ মার্চ বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে ৫৭তম লেকচার সিরিজে বক্তৃতা করতে পারেন মোদী ঘনিষ্ঠ এই অভিনেতা। ওই দিন বিকেল সাড়ে চারটায় শুরু হবে এবারের বক্তৃতামালা। অনুপমের বক্তৃতার বিষয় ‘ব্যর্থতার ক্ষমতা’৷

Kajal Sekh : ‘এক সেকেন্ডও টিকতে পারবেন না…’, বিশ্বভারতীর উপাচার্যকে হুঁশিয়ারি তৃণমূল নেতা কাজল শেখের
তবে অনুপম সশরীরে উপস্থিত থাকবেন কি না তা স্পষ্ট নয়। বিশ্বভারতীতে লেকচার সিরিজ বা বক্তৃতামালা নিয়ে সব চেয়ে বেশি বিতর্ক উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলেই। গত চার বছরে পঞ্চাশের বেশি ‘লেকচার সিরিজ’ অনুষ্ঠিত হয়েছে। করোনাকালের আগে এনআরসি ও সিএএ-র প্রতিবাদে যখন সারা দেশ উত্তাল, সেই সময়ে এনআরসি ও সিএএ-র বিষয়ে বিশ্বভারতীতে বক্তৃতামালার আয়োজন করা হয়।

Visva Bharati University : উপাচার্যের রাজনৈতিক কথার প্রতিবাদ শান্তিনিকেতন ট্রাস্টের
বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তকে। তার প্রতিবাদে অতিথি-সহ উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এবার বিশ্বভারতীতে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন অনুপম খের। তৃণমূল কংগ্রেসের বিশ্বভারতী ইউনিটের সভানেত্রী মীনাক্ষী ভট্টাচার্য বলেন, ‘বর্তমান উপাচার্য একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের কেন বিশ্বভারতী বার বার প্রাধান্য দিচ্ছে, তা সকলেই বুঝতে পারছেন। আমরা সময় মতো এই নিয়ে সোচ্চার হব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *