Bidhannagar Police : সরকারি সাইটে নাম ভাঁড়িয়ে ভুয়ো ই চালান তৈরি, চক্রের পর্দাফাঁস বিধাননগর পুলিশের – bidhannagar police allegedly arrested 6 men and women for fraud case


North 24 Parganas News : বিভিন্ন ব্যবসায়িক দুর্নীতির পিছনে থাকে মূলত ভুয়ো ই-চালান। এই ই-চালান কাজে লাগিয়েই অবৈধভাবে সম্পদ লুঠ করে দুষ্কৃতীরা। আর বালি পাচারের তদন্তে নেমে এই চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে। অভিযোগ, সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে ভুয়ো ই-চালান তৈরি করত এই চক্র। ধৃতের নাম দীপক কুমার ঘোষ।

Newtown Money Recovery: নিউ টাউনের কল সেন্টারে উদ্ধার রাশি রাশি টাকা! শহরে জাঁকিয়ে বসেছে প্রতারণা চক্র
তার বিরুদ্ধে 419/420/467/468/469 / 471/ 120B ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রথমে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে সরকারি ওয়েবসাইটের কায়দায় একেবারে আসলের মত দেখতে ই-চালান তৈরি করত দুষ্কৃতীরা। সেই ভুয়ো চালান চলে যেত পাচারকারীদের হাতে। এরপর অবৈধভাবে বালি তুলে পাচার হত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। দীর্ঘদিন সরকারি নজরদারি এড়িয়ে এইভাবেই চলছিল বালি পাচার।

Bidhannagar Police Commissionerate : পুলিশের নাম করে প্রতারণা, ধৃত ২
এই ভুয়ো ই-চালান তৈরি করার কারিগর দীপক কুমার ঘোষকে গ্রেফতার করে বিধাননগর সাইবার পুলিশ। ধৃতকে আজ শনিবার বিধাননগর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতের পুলিশি হেফাজতের আবেদন করে বিধাননগর সাইবার পুলিশ। এদিকে, লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার এক ছক ফাঁস করল বিধাননগর উত্তর থানার পুলিশ।

Coal Trafficking : গোরুর গাড়িতে করে কয়লা পাচারের চেষ্টা, দুবরাজপুরে অভিযান পুলিশের
পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চার তরুণী সহ মোট ছ’জন। গতকাল রাতে BD ব্লকে হানা দিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। বাড়ি ভাড়া নিয়ে এই চক্র কাজ চালাতো। আজ ধৃতদের বিধাননগর কোর্টে তোলা হয়। মূল পান্ডার খোঁজে পুলিশ।

West Bengal Latest News: মেয়ে দেখলেই শিস দিয়ে রোমিওগিরি! তারপরই ব্যাগ-ফোন নিয়ে চম্পট, চক্রের পর্দাফাঁস পুলিশের
পুলিশ সূত্রে খবর, গতকাল শুক্রবার সূত্র মারফত খবর পাওয়া যায় যে সল্টলেকের BD ব্লকের ৪২২ নম্বর বাড়িতে সাত আট মাস ধরে ভাড়া নিয়ে সেখানে ভুয়ো কল সেন্টার খুলে লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করত এই চক্র। সেই খবরের ভিত্তিতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ।

Mobile Fraud Racket: মেরামতি হতে আসা ফোনের পার্টসের হাতবদল, মোবাইল সারাইয়ের আড়ালে চোরা কারবার!
সেখানে হানা দিয়ে চার তরুণী সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এরা ওই অফিসে বসে বিভিন্ন মানুষকে ফোন করে লোন লাগবে কিনা জিজ্ঞাসা করতো। কেউ রাজি হয়ে গেলে সেই লোন পেতে গেলে নানা প্রসেসিং বাবদ টাকা নেওয়া হত। এর পাশাপাশি একটি বিমাও করতে হবে বলে টাকা হাতিয়ে নিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *