DA Latest News West Bengal : এবার রাজ্যজুড়ে ‘ডিজিটাল স্ট্রাইক’, DA-র দাবিতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে – west bengal government employees are going for digital strike in demand of da


ধর্মঘটের পর এবার ‘ডিজিটাল স্ট্রাইক’, DA সহ একাধিক দাবিতে আন্দোলনের নয়া পন্থা নিতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। ১০ তারিখ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। DA, যোগ্য প্রার্থীদের নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ী পদে নিয়োগের দাবি ছিল তাঁদের।

রাজ্য বাজেটের দিনই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অতিরিক্ত ৩ শতাংশ DA-র কথা ঘোষণা করেছিলেন। যদিও এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে উষ্মা আরও বাড়ে। রাজ্য ‘ভিক্ষে দিচ্ছে’, এমনটাই দাবি করেছিলেন তাঁরা। এবার কেন্দ্রীয় হারে DA-র দাবিতে ‘ডিজিটাল স্ট্রাইক’-এর পথে হাঁটতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।

DA Latest News : সরকারি দফতরে ৯১ শতাংশ হাজিরা, DA-র দাবিতে ডাকা ধর্মঘটের ‘ব্যর্থ’?
কী এই ‘ডিজিটাল স্ট্রাইক‘?
এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিংকর অধিকারী বলেন, “অফিস টাইমের পরও হোয়াসঅ্যাপ গ্রুপ সহ এই ধরনের সোশাল মিডিয়া গ্রুপগুলিতে কাজের ফরমাইশ করা হয়। বিভিন্ন প্রকল্প, কাজের জন্য এই গ্রুপগুলিতে আবেদন করা হয়। এতদিন অফিসের জন্য বরাদ্দ সময়ের বাইরেও রাজ্য সরকারি কর্মীরা তা করতেন। কিন্তু, এবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এই ধরনের গ্রুপে আসা দাবি-দাওয়া মেটানো হবে না।”

DA Update West Bengal: পিএফ-পেনশনে কোপ? DA আন্দোলনে অংশ নিলে কী শাস্তির মুখে পড়বেন সরকারি কর্মীরা?
অর্থাৎ অফিসের জন্য বরাদ্দ সময়ের পর হোয়াসঅ্যাপ বা ডিজিটাল গ্রুপে আসা কোনও কাজ তাঁরা করবেন না। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে প্রতিদিনই সুর চড়াচ্ছেন আন্দোলনকারীরা। দীর্ঘদিন ধরেই আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীরা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছিল। যদিও তা পুনর্বিবেচনা করার আর্জি জানায় রাজ্য। পরে এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

এই মাসেই DA মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত কী রায় দেয়, সেই দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে, গতকাল রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল যৌথ সংগ্রামী মঞ্চ। জেলায় জেলায় বিক্ষোভ দেখান সরকারি কর্মীরা। যদিও নবান্নের তরফে দাবি করা হয়েছে, এই ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি।

West Bengal DA News : DA দিতে ১.৬৪ হাজার কোটি খরচ হয়েছে, কী পেলে নন্দলালেরা খুশি হবে: মমতা
এদিন রাজ্যের বিভিন্ন সরকারি অফিসগুলিতে ৯০ শতাংশেরও বেশি কর্মীরা হাজির ছিলেন বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি জনসভায় রাজ্য সরকারি কর্মীদের নিজের পরিবার বলে জানিয়েছিলেন। কিন্তু, এরপরেও আন্দোলনের ঝাঁঝ কমেনি। সম্প্রতি বিধানসভায় তিনি বলেছিলেন, “ওদের ছুটি দেওয়া হয় বিদেশে ঘোরার জন্য। ডিএ তিন শতাংশ বাড়ানো হয়েছে। আর কি চায় নন্দলালদের?”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *