Dakshin 24 Pargana : বিধবার সঙ্গে লিভ ইন, টাকা-গয়না নিয়ে হাওয়া প্রেমিক! ভাঙড় থেকে গ্রেফতার অভিযুক্ত – police arrested a man from bhangar in fraud and physical assault case


West Bengal Local News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস, টাকা-পয়সা ও গয়নাগাটি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ (Sonarpur Police Station)। শনিবার ভাঙড়ের বোদড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রেজাউল মোল্লা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের বিরুদ্ধে ৩৭৬, ৪১৭ ও ৪০৬ ধারায় মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ। তাঁকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে নির্যাতিতার মহিলার সঙ্গে পরিচয় হয় রেজাউলের। বছর তিনেক আগে নির্যাতিতার স্বামী মারা গেলে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ে। একটা সময়ে তাঁরা একসঙ্গেও থাকতে শুরু করেন। ঠিকভাবেই চলছিল তাঁদের লিভ ইন রিলেশনশিপ।

Tamil Nadu News Today : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬৮ লাখ ‘সাফাই’, প্রেমিকের বিরুদ্ধে থানায় প্রেমিকা
হঠাৎ করে তাঁদের সম্পর্কে নেমে আসে অন্ধকার। মাস তিনেক আগে বাড়ি থেকে হঠাৎ পালিয়ে যায় রেজাউল। তারপর থেকে ওই মহিলার সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগ করে রেজাউল। কোনওভাবেই সে ওই মহিলার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছিল না। পালিয়ে যাওয়ার আগে নির্যাতিতার গয়না ও জমানো লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত রেজাউল।

শেষে বাধ্য হয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোহ দায়ের করেন নির্যাতিত মহিলা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে প্রধান অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার DSP মোহিত মোল্লা জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে রেজাউল মোল্লা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Karnataka Hubballi Crime : মোবাইল কেনার লোভ দেখিয়ে নাবালিকাকে গণধর্ষণ! নৃশংস ঘটনা কর্নাটকে
সম্প্রতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাঙড়ের তৃণমূল নেতা দীননাথ নস্করের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছিল। এমনকী ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই মহিলা। এমনকী তৃণমূল নেতার বিরুদ্ধে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

South 24 Parganas News : সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা বধূকে ‘ধর্ষণ’, কুলতলিতে ধৃত যুবক
পুলিশকে ওই মহিলা জানিয়ছেন, বিয়ের কথা বললে তাঁকে খুনের হুমকি দিতেন ওই তৃণমূল নেতা। এমনকী পুলিশকে ওই মহিলার জানিয়েছেন, তাঁকে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করত দীননাথ মহিলার অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। তাঁর দাবি, তাঁকে ফাঁসানোর জন্য এই জাতীয় অভিযোগ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *