Durnibar Saha Wedding: দ্বিতীয়বার বিয়ে করে ট্রোলের মুখে দুর্নিবার, কটাক্ষের জবাব দিলেন গায়ক…


Durnibar Saha Wedding, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়েন দুর্নিবার সাহা। প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সংগীতশিল্পী। কিন্তু বিয়ের ছবি অনলাইনে আসতেই নেটপাড়ায় ভেসে আসে কটাক্ষের ঝড়। প্রথম পক্ষের স্ত্রী মীনাক্ষীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে এটি দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ ও দেড় বছরের মধ্যে ফের বিয়ে করা নিয়ে প্রবল কটাক্ষের মুখে পড়েন দুর্নিবার। অবশেষে সেই সব কটাক্ষের উত্তর দিলেন দুর্নিবার।

আরও পড়ুন- Prosenjit Chatterjee in Durnibar and Oindrila Wedding: কনেকর্তা প্রসেনজিৎ, সাত পাকে বাঁধা পড়লেন দুর্নিবার-ঐন্দ্রিলা…

বৃহস্পতিবার শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল বিয়ের আসর। দুর্নিবারের পরনে ছিল সাদার উপর লাল সুতোর কাজ করা পাঞ্জাবী ও কনে ঐন্দ্রিলা পরেছিলেন দুধে আলতা রঙের বেনারসি। সাবেকি মতেই বিয়ে করেন তাঁরা। ঐন্দ্রিলা পেশায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার। ইন্ডাস্ট্রিতে তিনি মোহর নামেই পরিচিত। মোহর ও দুর্নিবারের বিয়েতে হাজির হয়েছিল ইন্ডাস্ট্রির অনেকেই। দাঁড়িয়ে থেকে তাঁদের বিয়ে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ধেয়ে আসে কটাক্ষের বাণ। নেটিজেনদের বেশিরভাগই আঙুল তোলে দুর্নিবারের দিকে। তবে সেই সব নেটিজেনদের জবাব দিয়েছেন গায়ক।

নতুন বৌয়ের গালে চুম্বন এঁকে দেওয়ার একটি মুহূর্ত ফ্রেমবন্দি করেন দুর্নিবার। সেই ছবি পোস্ট করে চিনি লেখেন, “যখন আমরা একসঙ্গে আলোর ছটায় আমাদের সম্পর্ককে সাজিয়ে তুলছি তখন কিছু মানুষ অহেতুক তাঁদের বোকা বোকা মতামত দিয়ে অন্ধকার ছড়িয়ে দিতে চাইবেই।” দুর্নিবারের পোস্টের নিচেও তাঁকে ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা। কাউকে কাউকে উত্তরও দিয়েছেন গায়ক। এক নেটিজেন লেখেন, ‘নিজেকে ট্রোল করে কি পাও, ইমেজটা ধরে রাখতে পারলে না’। উত্তরে দুর্নিবার লেখেন, ‘এতো সেনসেটিভ ও অনুভূতিপ্রবণ হওয়ার জন্য ধন্যবাদ’।

আরও পড়ুন- Tv Actress Divorce: ১৯ বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদের ঘোষণা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর…

তবে অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেক নেটিজেনই তাঁদের সিদ্ধান্তকে সম্মান করে, তাঁদের শুভ সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। কৌশিক গঙ্গোপাধ্যায় একটি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু সেই পোস্টের নিচে অনেকেই পরিচালকের উদ্দেশ্যে অভিযোগ জানিয়েছেন যে তিনি কেন এই বিয়ে সাপোর্ট করছেন। তাঁদের উত্তরে পরিচালক লেখেন, ‘আমি বেশ অবাক বেশ কিছু মন্তব্য দেখে! আমি পাত্রকে ব্যক্তিগত ভাবে চিনি না। কাজের দৌলতে মোহর পরিচিত । মোহরের তরফেই বিবাহে নিমন্ত্রণ ছিল, যাওয়া সম্ভব হয়নি। তাই সৌজন্যবোধে এই পোস্ট। সত্যি আমি অবগত নই আপনাদের রাগের উৎস নিয়ে! আমার শুভেচ্ছা বার্তা কারোর ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে দুঃখিত।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *