Food Poisoning : বিয়েবাড়ির মাংস খেয়ে পেটে ব্যাথা-বমি! ঘাটালের হাসপাতালে ভর্তি শতাধিক – many hospitalised after having food in ghatal marriage reception ceremony


বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ শতাধিক। খাবার খেয়ে ইতিমধ্যেই অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের ঘাটাল মহকুমা হাসপাতালে (Ghatal Sub Divisional Hospital) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ চার শিশুসহ ৫০ জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থের সংখ্যা আরও বাড়ছে বলে জানা গিয়েছে। অসুস্থদের মধ্যে এক অন্তঃসত্ত্বা মহিলার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল ব্লকের রঘুনাথপুরের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের ছেলে সৌরভের সঙ্গে শীতলপুর গ্রামের রিঙ্কি ভুঁইয়ার বিয়ে হয়েছিল। বিয়ের অনুষ্ঠান উপলক্ষ শুক্রবার প্রীতিভোজের আয়োজন করা হয়। স্থানীয়দের পাশাপাশি পাত্রীপক্ষও অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন।
Kolkata Latest News : লিভ ইন সম্পর্কের করুণ পরিণতি! প্রাণ গেল কলকাতার যুবকের
বিয়ের প্রীতিভোজ খাওয়ার পর থেকে রাত থেকেই অসুস্থ হতে শুরু করেন নিমন্ত্রিতরা। বেশিরভাগের মধ্যেই বমি ও পেট খারাপের মতো উপসর্গ দেখা যায়। অসুস্থদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। রাতেই কয়েকজনকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর খাবারে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে হাসপাতালে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী অসুস্থের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, প্রশাসনের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ও জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধক্ষ্য পঞ্চানন মণ্ডল ইতিমধ্যেই ওই গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। গ্রামের বাসিন্দাদের অনেকের দাবি, বিয়েবাড়িতে রান্না হওয়া মাংসে পোকা জাতীয় কিছু পড়েছিল। তা থেকেই খাবার বিষক্রিয়া হয়েছে।

Bike Accident : হোলির দিন লাগামছাড়া গতি মোটর বাইকের, শিলিগুড়িতে ২৪ ঘণ্টায় ১০০ ছাড়াল দুর্ঘটনার সংখ্যা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়েবাড়ির খাবার খেয়ে বাড়ি ফেরার পথে অনেকেরই পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তারপর বমি ও পেট খারাপের মতো উপসর্গ ছিল। বেশিরভাগ অসুস্থদের মধ্যেই একই ধরনের উপসর্গ ছিল। বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিদের অধিকাংশ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আমন্ত্রিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

বিয়েবাড়িতে আমন্ত্রিত এক ব্যক্তি বলেন, “বিশ্বজিৎ বাবুর ছেলের বিয়ের হয়েছিল। শুক্রবার বৌভাতের অনুষ্ঠান ছিল। উনি আমাদের আত্মীয় হন। রিসেপশনে গিয়ে সেখানকার খাবার খেয়েই আমাদের সকলের এই অবস্থা হয়েছে। খাবারে কোনও কারণে বিষক্রিয়া হয়েছিল।”

Jalpaiguri News : হিমঘরে আলু রাখার চুক্তিপত্র নিতে গিয়ে হুড়োহুড়ি, জলপাইগুড়িতে পদপিষ্ট ১৩ জন চাষি
অনুষ্ঠানে আমন্ত্রিত কলকাতার বাসিন্দা গণেশ সামন্ত বলেন, “আমি আমার শ্যালকের মেয়ের বিয়েতে গিয়েছিলাম রঘুনাথপুরে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। সেখানে মাংসের মধ্যে পোকা পাওয়া গিয়েছিল। সেই সময় বাকিরা খাবার খাচ্ছিলেন। রাত একটা থেকে বমি করতে শুরু করে। পেট খারাপও হয়েছিল। ভোর ৪টে নাগাদ হাসপাতালে আসি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *