Group C Recruitment Scam: ‘মেয়ে চিটিংবাজ নয়’, গ্রুপ সি দুর্নীতিতে নাম জড়ানোয় হাহাকার প্রাক্তন TMC কাউন্সিলরের বাবার – group c recruitment case barasat ex tmc councillor dolon biswas name ssc list


নিয়োগ দুর্নীতি মামলা যেন শেষ হয়েও হয় না! আদালতের নির্দেশে ৮৪২ জন গ্রুপ সি চাকরিপ্রার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে। এবার OMR শিট কারচুপিতে নাম উঠে এল উত্তর ২৪ পরগনার বারাসতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দোলন বিশ্বাসের।

প্রাইমারি,আপার প্রাইমারি পর এবার SSC-র গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও দেদার দুর্নীতির অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন যে ৩ হাজার ৪৭৭ জনের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে তিন হাজার ১১৬ জন চাকরি প্রাপকের OMR শিটে গরমিল পাওয়া গিয়েছে। আর এতেই নাম জড়িয়েছে দোলনের। তিনি ২০১৬ সালে গ্রুপ সির পরীক্ষা দিয়ে বারাসত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠে চাকরি পেয়েছিলেন।

SSC Scam: প্রাথমিকের পর Grp-C চাকরি বাতিল তালিকাতে নাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের
২০১৬ সালে যে সময় পরীক্ষা হয় সেই সময় রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন তিনি। এমনকী পরবর্তীতে তৃণমূলের টিকিটে তিনি নির্বাচনেও জয়ী হন। বিরোধীদের অভিযোগ, “রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে স্কুলে চাকরি পেয়েছেন তিনি।”

এদিকে স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস বলেন, “আমি আপনাদের থেকে প্রথমবার এই বিষয়টি শুনলাম। এই নিয়ে আমার কিছু জানা নেই। ২০১৭ সালের পর তিনি স্কুলে যোগ দিয়েছিলেন।” উল্লেখযোগ্যভাবে, শুক্রবার স্কুলে যাননি দোলন। এই প্রসঙ্গে তাপস কুমার বিশ্বাস বলেন, “ও শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। বিষয়টি আমাকে জানায় এবং সেই কারণেই ও ছুটিতে রয়েছে।”

Group C Recruitment: ৭ প্রশ্নের উত্তর দিয়ে স্কুলে চাকরি? দুর্নীতির অভিযোগ উঠতেই বেপাত্তা তৃণমূল কাউন্সিলর
এদিকে দোলনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস গুপ্ত বলেন, “তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গিয়েছে। আমরা শুনেছিলাম তিনি কাউন্সিলর থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে স্কুলে চাকরি পেয়েছেন। আজ SSC-র তালিকায় সত্যিটা সামনে এসেছে। কার নির্দেশে দোলন বিশ্বাসকে চাকরি দেওয়া হল তাঁকে খুঁজে বার করে শাস্তি দেওয়ার দাবি করছে।”

অন্যদিকে, দোলন বিশ্বাসের বাবা বলেন, “আমার মেয়ে কী ভাবে চাকরি পেয়েছে ও জানে। তবে ছোটবেলা থেকেই পড়াশোনায় ও অত্যন্ত ভালো। MA পাশ। ও চিটিংবাজ নয়। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে।”

Recruitment Scam : ‘টাকা তো দূরঅস্ত কাউকে মিষ্টিও খাওয়াইনি’, ফুঁসে উঠলেন চাকরিহারা তৃণমূল নেত্রী টুম্পা
অন্যদিকে, বারাসতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, “এই বিষয়টি আদালতে বিচারাধীন। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না। কেউ দোষী হলে সে আইন মোতাবেক শাস্তি পাবে। বিরোধীরা বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি করছে।” প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি আদালতের নির্দেশে আপাতত রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *