কলকাতায় কবে বৃষ্টি (Rainfall In Kolkata)?
পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে উইকএন্ডের শুরুতেই। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। তাপমাত্রাও বেশ কিছুটা নেমেছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাতের তাপমাত্রা ২৩.৬ কমে দাঁড়িয়েছে ২৩ ডিগ্রিতে। এদিকে, দিনের তাপমাত্রা ৩২.২ থেকে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৭৮ শতাংশ।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে শনি ও রবি দিনভর মেঘলা আকাশ থাকবে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rainfall Forecast) হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরে। আগামী সপ্তাহে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোল বদল হবে। কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হবে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবারই উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
জানা যাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত গভীর অক্ষরেখা বিস্তৃত হয়েছে। বিহার এবং ছত্তিশগড়ে বেশকিছু মেঘপুঞ্জও তৈরি হচ্ছে। এই মেঘপুঞ্জ এগোতে শুরু করেছে বাংলার দিকে। এর প্রভাবেই বসন্তেই বঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। চৈত্র-বৈশাখের বিকেলে হওয়া চেনা কালবৈশাখী ঝড় আগামী সপ্তাহেই (Kalbaisakhi Storm In West Bengal) দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে। একইসঙ্গে রাজ্য জুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। কালবৈশাখী হলে তার পরের কয়েকদিন পর্যন্ত কমবে গরম। ফিরবে স্বস্তি।
এ রাজ্যের প্রায় সব জেলাতেই সকালের দিকে আকাশ হালকা কুয়াশাছন্ন (Fog) থাকবে আপাতত কয়েকদিন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ বাড়লেও গলদঘর্ম অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বেশ কিছুটা কমের দিকেই থাকবে। মার্চে যে অসহনীয় গরমের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদদের একাংশ তার থেকে কিছুটা হলেও স্বস্তি দেবে এই কালবৈশাখী ঝড়। যদিও এই স্বস্তি খনিকের বলেই জানা যাচ্ছে। মার্চের দ্বিতীয় ভাগে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বঙ্গে। বেশ কিছু জেলায় দুপুরের দিকে লু বইবার সম্ভাবনা।