Madan Mitra : ‘পুলিশের মধ্যে চর আছে…’, ব্যারাকপুর কমিশনারেটকে ঝাঁঝালো আক্রমণ মদনের – trinamool congress mla madan mitra slams barrackpore commissionerate police


West Bengal Local News: ফের বেফাঁস মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শুক্রবার কামারহাটি পুর এলাকায় বাম-কংগ্রেস-বিজেপির অশুভ আঁতাতের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মিছিল শেষে আয়োজিত পথসভা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণের পাশাপাশি পুলিশকেও আক্রমণ করে কামারহাটির তৃণমূল বিধায়ক। এমনকী বিজেপিকে ‘ঠান্ডা’ করার হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী।

মদন বলেন, “সিপিএম-বিজেপি-কংগ্রেস তিনটেই শয়তান, বদমাশ। এই তিনজনকে বান্ডিলে প্যাক করে দক্ষিণেশ্বরের গঙ্গায় কীভাবে তর্পণ করে ন্যাড়া করাতে হয়, তা আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা জানি।” এরপরই পুলিশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “পুলিশকে বলি, আপনার বোধহয় ভুলে যান যে তৃণমূল কংগ্রেস শাসকদল। ক’দিন আগে পুরসভার সামনে সিপিএম ৫০টা মাইক লাগিয়ে মিটিং করল, কিন্তু আপনাদের চোখে পড়ল না।”

Madan Mitra : ‘আমিই এবার চড়াম চড়াম ঢাক বাজাবো’, কেষ্টর অনুপস্থিতিতে হুংকার মদনের
প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদন বলেন, “সব পুলিশ নয়, তবে পুলিশের মধ্যে চর রয়েছে। বিজেপি বাংলা গরম করল, কী করে ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে সেই মন্ত্র রয়েছে। তা প্রয়োগ করা হবে।” ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকেও নিশানা করেছেন মদন। তিনি বলেন, “ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন তৃণমূলকর্মীরা জানে কীভাবে চলতে হয়। মনে রাখবেন আমরা বাংলা চালাই। সিপিএম-বিজেপিকে আপনারা বাবা বলেও ভাবলেও ওঁরা কিন্তু বাবা নয়।”

Madan Mitra on Anubrata Mondal: ‘…চড়াম চড়াম ঢোল বাজাব’, বীরভূমে ভোট নিয়ে বিশেষ বার্তা মদনের
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের শাসক নয়, বাংলার মানুষের সেবক। মানুষের জন্য তৃণমূল কংগ্রেস কাজ করে। পুলিশকে অপমান করা বিজেপির থেকে শিখতে হবে। মদন মিত্র যেটা বলেছেন ওটা ওনার ব্যক্তিগত মতামত।”

এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “যত দিন যাচ্ছে, তৃণমূলের অধঃপতন হচ্ছে। পুলিশকে এতদিন দাবিয়ে রেখেছিল তৃণমূল। কিন্তু, এখন পতন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সবাই তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, “তৃণমূল দলটা এখন চলছে না, নেতানেত্রীরা বখরা নিয়ে ব্যস্ত। দলটা এখন চালাচ্ছে পুলিশ, থানা থেকে পরিচালনা করা হয়। পুলিশ যখন সেই কাজ করতে পারছে না, তখন তৃণমূলের নেতাদের মাথা গরম হয়ে যাচ্ছে।”

Arabul Islam : ‘তাণ্ডব করতে এলে ছেড়ে কথা বলব না’, নওশাদকে হুঁশিয়ারি আরাবুলের
কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী মদনের মন্তব্য প্রসঙ্গে বলেন, “মদনবাবুর কথা থেকে স্পষ্ট শাসকদল প্রশাসনের উপর চাপ তৈরি করে। আমরা আগেও বলেছি যে তৃণমূল প্রশাসনকে নিয়ন্ত্রণ করে। কোথায় চর রয়েছে এটা তাঁদের অভ্যন্তরীণ বিষয়। মদনের মন্তব্য থেকেই স্পষ্ট দল আর প্রশাসন এক হয়ে গিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *