Nawsad Siddiqui : ‘মমতা-অভিষেক দায়িত্ব নিয়ে ভাঙড় চালাক’, নওশাদের মন্তব্যে জল্পনা – bhangar isf mla nawsad siddiqui says mamata and abhishek banerjee should take responsibility of bhangar


West Bengal Local News: প্রায় দেড়মাস জেলবন্দি থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন ভাঙড়ের তৃণমূল বিধায়ক নওশাদ সিদ্দিকি। মুক্তির পর থেকে সংবাদমাধ্যমে একাধিক বিষয়ে মুখ খুলেছেন তিনি। কয়েকমাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন, নওশাদের গ্রেফতারির পর থেকে সেখানে ISF-র শক্তি বৃদ্ধি পেতে শুরু করেছে বলে মনে করছে শাসকদল। এই পরিস্থিতি ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে ভাঙড় বিধানসভায় দল পরিচালনার দায়িত্ব দিয়েছে তৃণমূল। সওকতের হাতে দায়িত্ব যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন নওশাদ।

তিনি বলেন, “কে দায়িত্ব পাচ্ছে অথবা কাকে অব্যাহতি দেওয়া হচ্ছে সেই নিয়ে আমরা ভাবি না। আমরা মানুষের কাছে পৌঁছে গিয়েছি। ভাঙড়ের মানুষকে দীর্ঘদিন ধরে পরাধীনতার যে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা মানুষকে মুক্ত করেছি। ভাঙড়ে মানুষ দুর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত চাইছে। টাকাগুলি যে মানুষের উন্নয়নের কাজে ব্যবহার করা হয়।”

Arabul Islam : ‘তাণ্ডব করতে এলে ছেড়ে কথা বলব না’, নওশাদকে হুঁশিয়ারি আরাবুলের
সওকল মোল্লাকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে নওশাদ বলেন, “আর যদি দায়িত্ব নেওয়ার হয়, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা দলের সেকন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের দায়িত্ব নিক। তাঁরা দায়িত্ব নিয়ে ভাঙড়কে চালাক। আমি সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী, যাঁরা দায়িত্ব পেয়েছে তাঁরা সেইভাবে কাজ করলেই ভালো। কিন্তু যদি এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করে তবে মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে তাঁর প্রতিবাদ আমরা করব।”

Nawsad Siddiqui : ভাঙচুর হওয়া সেই গাড়ি নিয়ে বিধানসভায় নওশাদ
অন্যদিকে কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন। তাঁর আগে ভাঙড়ের সংগঠন নিয়ে চিন্তায় রয়েছে ঘাসুফল শিবির। শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভাঙড়ের ২০২১-র বিধানসভা নির্বাচনে নওশাদের কাছে হেরে গিয়েছিলেন তৃণমূলের রেজাউল করিম। শাসকদলের মতে, নওশাদের গ্রেফতারির নেতিবাচক প্রভাব ভাঙড়ে পড়েছে। এদিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বাড়িতে ভাঙড়ের তৃণমূল নেতৃত্বকে ডেকে পাঠানো হয়। তৃণমূল নেতা আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, রেজাউল করিমের মতো নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন।

Ambikesh Mahapatra on Koustav Bagchi : ‘মমতা আর গণতন্ত্র? ঠিক যেন কাঁঠালের আমসত্ত্ব!’ কৌস্তভের গ্রেফতারিতে তীব্র আক্রমণ অম্বিকেশের
রাজ্য সভাপতির বাড়িতে দীর্ঘ বৈঠকের পর ভাঙড় বিধানসভা কেন্দ্রের দায়িত্ব ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকল মোল্লার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ভাঙড় দুনম্বর ব্লকে তৃণমূলের কোনও সভাপতি নেই। সূত্রের খবর নওশাদের গ্রেফতারির ঘটনার পর সেখানে ISF-র শক্তি বৃদ্ধি হয়েছে। অন্যদিকে সেখানে রয়েছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলও। তাই পঞ্চায়েত ভোটের আগে এই বিশেষ বৈঠক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *